শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন

ধনবাড়ীতে ইউপি নির্বাচন- উপলক্ষে অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে মতবিনিময়

জহিরুল ইসলাম মিলন ধনবাড়ী (টাঙ্গাইল) :
  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১

দ্বিতীয় পর্যায়ে টাঙ্গাইল জেলা এর ধনবাড়ী থানা সাতটি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন- ২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গনের সাথে আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ধনবাড়ী উপজেলার নবাগত (ইউএনও) মোঃ- সামিউল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ- আতাউল গনি জেলা প্রশাসক, টাঙ্গাইল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকার মোহাম্মদ কায়সার পুলিশ সুপার টাঙ্গাইল।আসন্ন ধনবাড়ী উপজেলার ০৭টি ইউনিয়নের নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন করার নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার টাঙ্গাইল। টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মোঃ- আতাউল গনি বলেন ভোটাররা কেন্দ্রে গিয়ে তাঁদের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিবে।নির্বাচন উপলক্ষে অনেকেই ভাবছেন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। এটা আপনাদের ভুল ধারনা।ভোটাররা যেন নিজ নিজ কেন্দ্রে যে নির্ভয় ভোট দিতে পারে এজন্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোরভাবে সব সময় মাঠে কাজ করবে। দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা হল রুমে গতকাল সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, কোন প্রার্থী যদি নির্বাচনী আচরণবিধি প্রতি পালম লঙ্গন করে তাহে তাদে বিরুদ্ধে ব্যবস্হা নেয়া হবে। মতবিনিময় সভায় আরো বক্তব্য প্রধান করেন টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার টাঙ্গাইল র‌্যাব- ১২ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, টাঙ্গাইলের সিনিয়র নির্বাচন কর্মকর্তা এএইচ এম কামরুল হাসান, ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত সাদিয়া ইসলাম সীমা, মধুপুর-ধনবাড়ীর পুলিশ সার্কেলের (এএসপি) শাহিনা আক্তার ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ চান মিয়া প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন ধনবাড়ী ইউপি নির্বাচনের ৭টি ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com