সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩২ অপরাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ‘ইমারজেন্সি রেসপন্স টিম’

সাব্বির হোসেন সাভার :
  • আপডেট সময় বুধবার, ১০ নভেম্বর, ২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ শিক্ষাবর্ষে অংশগ্রহণকারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবকদের স্বাস্থ্য ঝুঁকি ও দূর্যোগে তাৎক্ষনিক সাহায়তা (প্রাথমিক চিকিৎসা) এবং সেবা প্রদান করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত ‘যুব রেড ক্রিসেন্ট (আর সি ওয়াই), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ’ “ইমার্জেন্সি রেসপন্স টিম” গঠন করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বপ্রথম, যারা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক অনুমোদন পায় ১০ সেপ্টেম্বর, ২০১৮ সালে। শিক্ষা ক্ষেত্রে এক মাইল ফলক। অতিমারির কারণে যুব কার্যক্রমের সেবামূলক ও প্রশিক্ষন কার্যক্রম শুরু করতে না পারায় এবারের ভর্তি পরীক্ষায় নিজস্ব কার্যক্রম শুরু করেছেন তারা। ৭ ও ৮ নভেম্বর তারিখের ভর্তি পরিক্ষা পরির্বতন হওয়ায় ‘ডি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ভর্তি পরীক্ষা পর্যায়ক্রম ২০ তারিখ পর্যন্ত চলবে। এবার ৩ লাখ ৬ হাজার ৭১৭ জন পরীক্ষার্থী ১৮৮৯ সিটের বিপরীত অংশ নিচ্ছে। প্রতিটি সিটের বিপরীত ১৬৬ পরীক্ষার্থী অংশগ্রহণ করছে । যুব রেড ক্রিসেন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় “ইমার্জেন্সি রেসপন্স টিম” ৩ টি টিমে সামজ বিজ্ঞান অনুষদ, কলা ও মানবীকি অনুষদ, জীব-বিজ্ঞান অনুষদের সামনে ৩০ জন স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক নিয়ে কাজ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ইতিপূর্বে এই কর্যক্রমকে বেগবান করতে ‘যুব রেড ক্রিসেন্ট, সদর দপ্তর’ “ইমার্জেন্সি রেসপন্স টিম” এর জন্য ৪টি তাবু, ২টি হ্যান্ড মাইক, ৪টি প্রাথমিক চিকিৎসা বাক্স, ৩টি স্ট্রেচার, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, জেকেট, ২৪টি ক্যাপ বিশ্ববিদ্যালয় প্রক্টর আ স ম ফিরোজ উল হাসনের উপস্থিতিতে যুব রেড ক্রিসেন্ট, জাবি ইনচার্জ মহিবুর রৌফ-শৈবাল নিকট হস্তান্তর করেছে। “ইমার্জেন্সি রেসপন্স টিম” এর সদস্যগন আগত আহত ভর্তিইচ্ছুক পরীক্ষার্থী, অভিভাবকদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং গুরুতর আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা প্রদান পূর্বক বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। এছাড়াও মনোসামাজিক সহযোগিতা, মাক্স ও স্যানিটাইজার বিতরণ, ভর্তি পরীক্ষার্থীদের পরীক্ষার স্থান খুঁজে পেতে সাহায্য-সহযোগিতা করছে এবং বিভিন্ন অতিমার বিষয়ক জনসচেতনতা মূলক প্রচার প্রচারণা চালাচ্ছে। দূর্যোগ মোকাবেলা ও প্রস্তুতি, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিকল্পে এডভোকেসি এবং উন্নয়ন কার্যক্রম পরিচালনা অংশ হিসাবে “ইমার্জেন্সি রেসপন্স টিম” আগামী দিনে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার করছে। মহতি এই কার্যক্রমতে বেগবান করার জন্য ধন্যবাদ জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ও বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com