বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন

মায়ের কথাতেই কি বিয়ে করলেন ‘অনাগ্রহী’ মালালা?

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

বিয়ের বিষয়ে তেমন আগ্রহ দেখাতেন না মালালা। এ প্রশ্নকেও এড়িয়ে যেতে চাইতেন তিনি। কিন্তু তাকে যে এ প্রশ্ন বার বার মোকাবেলা করতে হয়নি- এমন নয়। অবশেষে তিনি বিয়ে করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তাকে। আসের মালিক নামের ওই তরুণের সঙ্গে বিয়ের ঘোষণাটি তিনি নিজেই দিয়েছেন টুইটারে। বিয়ের অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবিও দিয়েছেন সাথে।
বিয়ের প্রতি অনাগ্রহী মালালা কিভাবে সম্মত হলেন? বুধবার বিবিসির প্রতিবেদনে গত জুলাইতে ভগকে দেয়া এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে আনা হয়। ওই সাক্ষাৎকারে মালালা বিয়ের প্রতি তার অনাগ্রহের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি এখনও বুঝে উঠতে পারি না যে, লোকজন কেনো বিয়ে করে!’ মালালা বলেছিলেন, ‘আপনি যদি কাউকে আপনার জীবনে চান, তাহলে বিয়ের কাগজপত্রে আপনাকে সই করতে হবে কেনো; কেনো এটা কেবল অংশিদ্বারিত্বের মধ্যেই থাকবে না?’ এর পরই তিনি জানান যে, তার মা সব সময়ই তাকে বিয়ের বিষয়ে উদ্বুদ্ধ করেন। মালালা জানান, তার মা তাকে বলতেন, ‘তোমাকে বিয়ে করতে হবে। বিয়ে খুব সুন্দর একটা বিষয়।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com