বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ

দেবিদ্বারে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফখরুল ইসলাম সাগর দেবিদ্বার (কুমিল্লা) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

বাংলাদেশ আওয়ামী যুবলীগ-এর ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ম্যুরাল পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, র?্যালি ও কেক কাটা ও শান্তির সাদা পায়রা উন্মোক্ত করনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা যুবলীগ কার্যালয়ের সামনে এই আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। দেবিদ্বার উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানীর সভাপতিত্বে ও কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান আলোচক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু, কুমিল্লা উত্তর জেলা ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, সাবেক জিএস আবুল খায়ের, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জি এস আবদুল মান্নান মোল্লা, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক মো. মশিউর রহমান সুমন, পৌর যুবলীগের সভাপতি মো. কামরুল খালেদ সুমন, সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদ সরকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. শাহাদাৎ হোসেন মিঠু, পৌর যুবলীগের সহ সভাপতি মোঃ তরিকুল ইসলাম কাজী সুমন, মোঃ মাসুম রানা ওমানী, মোঃ হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল সহ ১৫টি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের এই দিনে যাত্রা শুরু হয় যুবলীগের। বহু চড়াই উৎরাই পেরিয়ে সংগঠনটি আজ পা রেখেছে ৪৯ বছরে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এই সংগঠনকে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই যুবলীগ সেই লক্ষ্যকে সামনে নিয়ে অগ্রসর হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com