জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার অন্তর্গত আসন্ন ৩নং আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশিদ মিল্টনের মতবিনিময় সভা অনুষ্ঠিত। জামালপুর চারমাথা মোড়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, সাবেক সাব রেজিস্ট্রার, বড়মানিক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক বারবার নির্বাচিত সফল সুনামধন্য জনবান্ধব স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান যার হাত ধরে অত্র ইউনিয়নে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছিল এ কে এম রায়হান মনু। উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তারুণ্যের অহংকার,বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবীত, রাজপথের দূরন্ত সৈনিক, জয়পুরহাট ইমু ডায়গোনিস্ট সেন্টারের পরিচালক ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা মামুনুর রশিদ মিল্টন তিনি বলেন, আপনারা যদি আমাকে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, আমার জীবনের শেষ সময় পর্যন্ত সুখে দুঃখে ও এলাকার উন্নয়নে সবসময় আপনাদের পাশে থেকে কাজ করে যাব। এ ছাড়াও বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মোঃ সানোয়ার হোসেন মন্ডল, জয়পুরহাট জেলা পরিষদের সদস্য মামুনুর রশিদ, অত্র ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য জালাল উদ্দিন, ইউপি সদস্য আলাল হোসেন, সাবেক ইউপি সদস্য রাহিদ হোসেন, সাবেক ইউপি সদস্য নবাব আলী, সাবেক ওয়ারেন্ট কর্মকর্তা ওসমান আলী, বিশিষ্ট সমাজসেবক নেহাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম, হযরত আলী প্রমুখ।