কক্সবাজার জেলায় আরও ২৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শনিবার কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবাইয়োলজি ল্যাবে নমুনা পরীক্ষা করে তাদের রিপোর্ট ‘পজিটিভ’ পাওয়া যায়।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫ জনে।
তিনি জানান, করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া ২৩ জনের মধ্যে চকরিয়া উপজেলার বাসিন্দা রয়েছেন ৮ জন, উখিয়া উপজেলায় ৭ জন, কক্সবাজার সদর উপজেলায় ৬ জন, পেকুয়া উপজেলায় ১ জন ও রোহিঙ্গা রয়েছেন ১ জন।
ডা. অনুপম বড়ুয়া সাংবাদিকদের জানান, শনিবার কক্সবাজারের ৮টি উপজেলা, ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা এবং চট্টগ্রামের লোহাগাড়া থেকে সংগৃহীত মোট ১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ২৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এতে কক্সবাজার জেলার বাসিন্দা রয়েছেন ২৩ জন। একজন বান্দরবানের লামা উপজেলার বাসিন্দা। এছাড়াও রামুর একজন ফলোআপ রোগীর রিপোর্টও ‘পজিটিভ’ এসেছে।
এমআর/প্রিন্স