সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

কাল নিলামে উঠছে মাশরাফির ব্রেসলেট

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২০

১৬ বছর ধরে যে সঙ্গীকে পরম যত্ন ও ভালবাসায় আগলে রেখেছিলেন, করোনা কালে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে সেই সঙ্গীকেই আগামীকাল নিলমে তুলতে যাচ্ছেন মাশরাফি। শিরোনাম দেখে পাঠকরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলেছেন সঙ্গীটি কি? হ্যাঁ ঠিকই ধরেছেন, সঙ্গীটি ব্রেসলেট‌!

রোববার (১৭মে) রাত সাড়ে দশটায় অকশন ফর অ্যাকশনে তার প্রিয় ব্রেসলেটটি নিলামে তোলা হবে।

শনিবার (১৬মে) খবরটি নিশ্চিত করেছে অকশন ফর অ্যাকশনের কো ফাউন্ডার প্রীত রেজা।

তিনি বলেন, ‘এর আগে সাকিবের ব্যাটটি যেভাবে নিলামে তোলা হয়েছিল ঠিক সেভাবেই মাশরাফির ব্রেসলেটটি আগামীকাল রোববার রাত সাড়ে দশটায় নিলামে তোলা হবে।’

প্রসঙ্গত এই অকশন ফর অ্যাকশনেই সাকিব আল হাসান তার বিশ্বকাপের ব্যাটটি নিলামে তুলেছিলেন। যার দাম উঠেছিল ২০ লাখ টাকা। এবং সেই টাকার পুরোটাই তিনি করনাকালে অসহায় মানুষের মাঝে ব্যয় করেছেন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com