শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন

সন্ত্রাসীদের কোন দল নাই, কোন চাঁদাবাজ, ধান্ধাবাজকে আমি গজারিয়ায় থাকতে দিব না-ওসি মোঃ রইছ উদ্দীন

গজারিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নে তেতৈতলা মেঘনাঘাট বাজারে মাদক,চোরাচালান, সন্ত্রাস,জঙ্গীবাদ,নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। বৃহস্পতি বার বিকাল ৩ঘটিকায় গজারিয়া থানা পুলিশের আয়োজনে সভায় তেতৈতলা মেঘনাঘাট বাজার কমিটির সভাপতি, ১নং ওয়ার্ড এর ইউঃপিঃসদস্য মোঃ দিদার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন, এস,আই মাইনউদ্দীন এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বালুয়াকান্দী ইউনিয়নের বিট অফিসার মোঃহেলাল উদ্দীন, এএসআই ওমর ফারুক, আনোয়ার সিমেন্ট ফ্যাক্টরীর ম্যানেজার মোঃ শামছুল হক, মেঘনা ঘাটের ব্যবসায়ী জাকারিয়া ভূঁইয়া, ওয়ারেন্ট অফিসার (অবঃ) কামাল উদ্দীন দুলাল, জাহিদুজ্জামান জুয়েল, সেলিম মাষ্টার, কনকর্ড রেডিমিক্স কোম্পানীর সিনিঃম্যানেজার নুরুল আমিন সহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দীন স্থানীয়দের কথা মনযোগ দিয়ে শুনেন ও তিনি তাঁর বক্তব্যে বলেন, সন্ত্রাসীদের কোন দল নাই,সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।লাইসেন্স বিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে আমদের অভিযান পরিচালিত হচ্ছে,কিশোর গ্যাং,ইভটিজিং কঠোর হাতে দমন করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়ে বলেন,এই শেষ বারের মত বলে যাচ্ছি অবৈধ চাঁদাবাজি বন্ধ না করলে গজারিয়ায় মাটিতে কিন্তু কাউকে থাকতে দিব না। এ সময় তিনি উপস্থিত জনতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, পুলিশের একার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ ভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com