ভারতীয় কিষান ইউনিয়ন (বিকেইউ) নেতা রাকেশ টিকায়েত বলেছেন, বিতর্কিত কৃষি আইন দেশটির পার্লামেন্টে বাতিল হলেই কেবল তাঁদের চলমান আন্দোলন প্রত্যাহার করা হবে। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, কৃষকনেতা রাকেশ আজ শুক্রবার এমন মন্তব্য করেছেন। বিকেইউ মুখপাত্র টুইটারে এ কথা বলেন। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) ও অন্যান্য বিষয়ে কৃষকদের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের আলোচনা করা উচিত বলে উল্লেখ করেন রাকেশ।
গতকাল শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দেন যে তাঁর সরকার তিনটি কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। মোদির এই ঘোষণার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানান রাকেশ। গত বছরের নভেম্বর থেকে তিনটি কৃষি আইনের বিরুদ্ধে ভারতজুড়ে আন্দোলন করে আসছেন দেশটির কৃষকেরা। তাঁরা দেশটির রাজধানী পর্যন্ত অবরুদ্ধ করেন। কৃষকদের টানা আন্দোলন সত্ত্বেও ভারতের কেন্দ্রীয় সরকার আইন বহাল রাখার পক্ষে অনড় অবস্থান নেয়। সমস্যার সমাধানে কৃষক প্রতিনিধিদের সঙ্গে সরকারের দফায় দফায় বৈঠক হয়। কিন্তু কোনো পক্ষ ছাড়া না দেওয়ায় এত দিন কোনো সমাধান আসেনি। অবশেষে কৃষকদের আন্দোলনের কাছে নতি স্বীকার করলেন প্রধানমন্ত্রী মোদি। উত্তর প্রদেশ ও পাঞ্জাবের নির্বাচনের প্রাক্কালে তিনি এই তিন আইন প্রত্যাহারের বিষয়ে তাঁর সরকারের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। মোদির ঘোষণার প্রতিক্রিয়ায় রাকেশ বলেন, কৃষকদের চলমান আন্দোলন এখনই প্রত্যাহার করা হবে না। তাঁরা সেই দিনের জন্য অপেক্ষা করবেন, যেদিন পার্লামেন্টে এই তিন আইন বাতিল করা হবে।