অযৌক্তিকভাবে বাসের ভাড়া বৃদ্ধি, তেল ও কেরোসিনের দাম বৃদ্ধি, নিত্যপণ্য, খাদ্যসামগ্রী ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ঈদগাঁওতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ শে নভেম্বর বিকেলে ঈদগাঁও নিউ মার্কেটর ডিসি সড়ক সংলগ্ন স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুশাসনের জন্য নাগরিক সুজন ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি মনজুর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রেজাউল করিমের পরিচালনায় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সুজন ঈদগাঁও উপজেলা শাখার সদস্য খতিব এনামুল হক ইসলামাবাদী, সার্চ মানবাধিকার সোসাইটি কক্সবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম-সম্পাদক রাশেদুল আমির চৌধুরী, জাগ্রত জালালাবাদ সভাপতি, তরুণ আইনজীবী মোবারক সাঈদ, ইয়াং পাওয়ার ইন সোশল একশন (ইপসা) এর ইয়ুথ গ্রুপ সভাপতি হারুন অর রশিদ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুজন ঈদগাঁও উপজেলা শাখার অর্থ সম্পাদক আবু তৈয়ব চৌধুরী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঈদগাঁও উপজেলা শাখার আহবায়ক শেফাইল উদ্দিন, সুজনের দপ্তর সম্পাদক, ঈদগাঁও প্রেস ক্লাবের অর্থ সম্পাদক এম আবু হেনা সাগর, সদস্য সৌদি প্রবাসী তৌহিদুল ইসলাম, মক্কা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ঈদগাঁও উপজেলা শাখার জলবায়ু বিষয়ক সম্পাদক জাফর আলম, ঈদগাঁও বাজার ভূমি ও স্থাপনা মালিক সমিতির অর্থ সম্পাদক আবু সালেহ, ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের সদস্য আলমগীর চৌধুরী, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক নাসির উদ্দিন, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আসিফ ইকবাল, যুবলীগ নেতা ওমর ফারুক রবিসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে উপস্থিত ছিলেন ঈদগাঁও থানা থেকে প্রেরিত একদল পুলিশ।