বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক রাজশাহী অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন

কামাল ইয়াসীন ব্যুরোচীফ রাজশাহী :
  • আপডেট সময় শনিবার, ২০ নভেম্বর, ২০২১

গত শুক্রবার রাজশাহী ইনন্ রেসিডেন্সিয়াল লিঃ হোটেলে আয়োজিত রাজশাহী আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের রাজশাহী অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২১ অনুষ্টিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক এবং রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক-উল-আলম, প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রদানে স্বরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেই সাথে স্বরণ করেন ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বিপদগামী সেনাসদস্যদের হাতে নিহত শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদদের। ৩০ লক্ষ শহীদসহ আনসার ভিডিপির সেই সকল শহীদদের যারা বুকের তাজা রক্ত দিয়ে অর্জন করেছে আজকের স্বাধীনতা। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের পথ প্রদর্শক আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন কারিগর জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্রীত্বে আর্ন্তজাতিক বিশে^ বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তিনি জানান, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক আজ তহবিলে স্বনির্ভর হয়েছে। কর্মীদের পদোন্নতি প্রদানের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি পেয়েছে। সিবিএস আটোমেশনের মাধ্যমে আধুনিক ব্যাংকিং ব্যবস্থা প্রসারের কাজ অব্যাহত রয়েছে। তিনি শাখা ব্যবস্থাপক ও অনান্য কর্মকর্তাদের ব্যবসা উন্নয়ন, শ্রেণীকৃত ঋণ আদায়, ঋণ বিতরণ ও আমানত সংগ্রহের মাধ্যমে চলতি অর্থ বছরের কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সবাইকে কাজ করার আহবান জানান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের রাজশাহী রেঞ্জের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান মিয়া, ব্যাংকের মহাব্যবস্থাপক আলাউদ্দিন, ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক বাদল চন্দ্র দেবনাথ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের পরিচালক রাসেল আহম্মেদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৪ আনসার ব্যাটেলিয়ান পবা পরিচালক ও জেলা কমান্ড্যান্ট রাজশাহী কামাল হোসেন। সভাপতি সমাপনী বক্তব্যে শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাদের চলতি অর্থ বছরে লক্ষমাত্রা অর্জনের জন্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান ও আমন্ত্রিত অতিথীদের ধন্যবাদ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক বাগমারা শাখার ব্যবস্থাপক রাশেদুল ইসলাম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com