শ্রীলঙ্কায় এখন পর্যন্ত ৯৬০ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯ জনের এবং সুস্থ হয়েছেন ৫৩৮ জন। সময়ের সঙ্গে তুলনামূলকভাবে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটি কিছুদিন আগে লকডাউন শিথিল করলেও ছুটির দিনে ভিড় কমাতে আবারও কারফিউ জারি করেছে। যদিও করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৫৫ হাজার মানুষকে আটক করা হয়েছে, যারা কারফিউ এর নিয়ম লঙ্ঘন করেছে।
শনিবার মধ্যরাত থেকে দেশটিতে শুরু হয়েছে ২৪ ঘণ্টার এ কারফিউ। করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আসায় গত সপ্তাহে প্রায় দুই মাস পর লকডাউন শিথিলের ঘোষণা দেয় লঙ্কান সরকার। তবে মানুষজনের ভিড় বেড়ে যেতে পারে আশঙ্কায় ছুটির দিনে আবারও দ্বীপরাষ্ট্রটিতে ২৪ ঘণ্টার কারফিউ জারির সিদ্ধান্ত নেয় প্রশাসন। সোমবার ভোরে কলম্বো ও গামপাহা ছাড়া বাকি সব জেলার কারফিউ তুলে নেয়া হবে।
সূত্র : নিউজ ফার্স্ট ও জিনহুয়া।
এমআর/প্রিন্স