বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আরশিনগরে বর্ণাঢ্য আয়োজনের ঘোষণা

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম :
  • আপডেট সময় শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী ২ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ৮ দিনব্যাপী লালন মেলা মুক্তিযোদ্ধাদের স্মৃতি চারণ সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। মীরসরাই উপজেলার বিনোদন কেন্দ্র আরশি নগর ফিউচার পার্কের এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠান সফল করতে গতকাল সন্ধ্যায় আরশি নগর ফিউচার পার্কের কনফারেন্স রুমে পার্কের স্বত্ত্বাধিকারী নাছির উদ্দিন দিদার সাংবাদিকদের এসব তথ্য জানান। অনুষ্ঠানে মীরসরাই সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি সুযোগ্য পুত্র আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল উপস্থিত থাকবেন বলে জানান উদযাপন কমিটি। নাছির উদ্দিন দিদার বলেন,‘অনুষ্ঠান মালায় প্রতিদিন বিকেল ৩টা থেকে ৪ টা পর্যন্ত মুক্তিযোদ্ধা ভিত্তিক আলোচনা অনুষ্ঠান, বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতি নৃত্য, লালন সংগীত এবং অন্যান্য বিশেষ পরিবেশনার মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। উক্ত সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, যথাক্রমে দৈনিক সমকাল সাংবাদিক বিপুল দেব নাথ, দৈনিক বণিক বার্তা সাংবাদিক রাজু কুমার দে, প্রথম আলো সাংবাদিক ইকবাল হোসেন, দৈনিক ইনকিলাব সাংবাদিক ইমাম হোসেন, এশিয়ান টিভি সাংবাদিক বাবলু দে, মোহনা টিভি ও দৈনিক খবরপত্র পত্রিকার সাংবাদিক কামরুল ইসলাম, বাংলা টিভি সাংবাদিক দিদারুল আলম সোহেল, চট্টগ্রাম প্রতিদিন সাংবাদিক আজিজ আজহার, স্বদেশ বিচিত্রা সাংবাদিক অজয় কুমার দাশ সহ প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com