শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
ধনবাড়ীতে আধুনিক ব্যবস্থাপনা নিয়ে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী রৌমারীতে বড়াইবাড়ী সীমান্ত যুদ্ধ দিবস পালিত মাধবদীতে জ্যান্ত কই মাছ গলায় ঢুকে কৃষকের মৃত্যু বদলগাছীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী কালীগঞ্জে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা লতিফ মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন নড়াইলের কালিয়া উপজেলার শ্রীনগর গ্রামে ভ্যানচালককে পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন বরিশালে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন হাতিয়ায় দ্বীপ উন্নয়ন সংস্থার ক্যাম্পাসে বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত স্মৃতি কর্ণার ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলামের পক্ষে ছাত্রলীগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

ঠাকুরগাঁওয়ে গ্রামবাসীর তাড়া খেয়ে মরল নীলগাই

মনসুর আহাম্মেদ ঠাকুরগাঁও :
  • আপডেট সময় শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তবর্তী মিনাপুর এলাকায় গ্রামবাসীর তাড়া খেয়ে বিলুপ্ত প্রজাতির একটি পুরুষ নীলগাই মারা গেছে। শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যার সময় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ সীমান্ত এলাকায় নীলগাইটি দেখা যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পুলিশকে জানালে হরিপুর থানা পুলিশে ও স্থানীয়রা সেটিকে আটক করে। পরে আটক নীলগাইটি কারিগাঁও বিজিবি ক্যাম্পের সদস্যদের নিকট হস্তান্তর করে পুলিশ। প্রত্যক্ষদর্শী আব্দুল জলিল বলেন, নীলগাইটিকে ধরার জন্য এলাকার মানুষ ও পুলিশ তৎপরতা চালায়। এসময় নীলগাইটি দ্রুতগতিতে ছোটাছুটি করতে থাকে। একপর্যায়ে আঘাত পেয়ে জখম হয়। মিনাপুর এলাকার প্রত্যক্ষদর্শী আরিফ হোসেন বলেন, দ্রুতগতিতে আসা নীলগাইটি থানা পুলিশ ও অর্ধশতাধিক লোকজন মিলিত হয়ে উদ্ধার করে পা বেঁধে নিরাপদে রাখে। পরে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। রাতে কারিগাঁও ক?্যাম্পে চিকিৎসা দেয়া অবস্থায় নীলগাইটি মারা যায়। জমশেস আলী নামে স্থানীয় একজন বলেন, আমি কোনদিন নীলগাই দেখিনি। আজকে প্রথম দেখলাম তবে শেষ পর্যায়ে কষ্ট পেয়েছি। নীলগাইটি নিজেকে বাঁচাতে বিভিন্ন চেষ্টা করে আঘাত পেয়ে মারাত্মকভাবে জখম হয়। পরে শুনলাম চিকিৎসা দেয়া অবস্থায় মারা গেছে। হরিপুর সদর ইউনিয়নের এআই টেকনেশিয়ান (স্বেচ্ছাসেবী) জলিলুর রহমান জানান, পর্যাপ্ত পরিমাণ জখম হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে নীলগাইটি মারা যায়। কারিগাও বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার কফিল উদ্দিন বলেন, একটি পুরুষ নীলগাই সীমানার ৩৫৩ নং পিলারের ২ এস এলাকা দিয়ে কাঁটাতার পার হয়ে উপজেলার মিনাপুর গ্রামে ঢুকে পরে। পরবর্তীতে পুলিশ ও এলাকাবাসী সেটিকে আটক করে। নীলগাই আটকের খবরে আমরা ঘটনাস্থলে যাই। নীলগাইটি যখন আমদের হাতে আসে তখন সেটি আঘাতপ্রাপ্ত ও জখম ছিল। তাৎক্ষণিকভাবে উপজেলার প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় নীলগাইটি মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানা পরিদর্শক (ওসি) তাজুল ইসলাম জানান, স্থানীয়দের সহযোগিতায় নীলগাইটি উদ্ধার করে সাথে সাথেই কারিগাঁও বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com