অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে গলাচিপা পৌরসভার নির্বাচনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ এবং জন নেত্রী শেখ হাসিনার মনোনিত নৌকা প্রতিক প্রার্থী সাবেক মেয়র এবং গলাচিপা পৌরসভা নির্বাচনে পুনরায় আহসানুল হক তুহিন খলিফা বিপুল ভোটরে ব্যাবধানে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। নৌকা প্রার্থী তহিন খলিফা ৬ হাজার ৩ শত ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। প্রতিদ্বন্দি ও সতন্ত্র প্রার্থী কেন্দ্রিয় যুবলীগ নেতা মো: মামুন আজাদ ৪হাজার ৫ শত ৩৮ ভোট এবং চরমোনাই প্রার্থী হাত পাখা মার্কা ৭ শত ৯৭ ভোট পেয়েছে।পৌর নির্বাচনে রিটার্নিং অফিসার এই তথ্য ঘোষনা করে । নৌকা প্রতিক প্রার্থী আহসানুলহক তুহিন খলিফা নির্বাচিত হওয়ায় পৌর নাগরিক, উপজেলা আওয়ামীলীগ ও সকল ওয়ার্ডের নেতা কর্মী সমর্থক ও প্রশাসন ও দায়িত্ব প্রাপ্তদের প্রতি গভির কৃতজ্ঞতা প্রকাশ করেন । উল্লেখ্য পৌর নির্বাচনে নির্বাচিত বর্তমান মেয়র প্রার্থী পরপর দুই বার এবং তার প্রয়াত পিতা মরহুম হাজী ওয়াহাব খলিফা তিন বার গলাচিপা পৌরসভার পৌর মেয়র হিসাবে দায়িত্ব পালন করেন। পৌর মেয়র আহসানুল হক তুহিন খলিফা কে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি মু: খালিদ হোসেন মিলটন সহ সাধারন সম্পাদক সোহাগ রহমান ও গণমাধ্যম কর্মীরা তাকে অভিনন্দন জানায় এবং পৌরবাসির সকল নাগরিক সুবিধা ও উন্নয়ন করার জন্য পৌর মেয়রের প্রতি আহবান জানান। এই নির্বাচনে শত করা প্রায় ৭২% শতাংস ভোটার ভোট প্রদান করে।