মুন্সীগঞ্জের গজারিয়ায় ইউপি নির্বাচনে ইমামপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী হয়ে ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরছেন সর্বস্তরের নারীদের প্রিয়নেত্রী,বাল্যবিবাহ যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী সাহসী নারী নেত্রী, ইউনিয়ন আওয়ামী লীগের ১নং যুগ্ম সম্পাদক ও জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ফারহানা আক্তার এ্যানী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে পথ চলা একজন মুজিব সৈনিক, একজন নারী উদ্যোগক্তা, সৎ, নিষ্টাবান, দক্ষ, নম্রমুখ, তরুন সমাজ সেবিকা, সংগঠক, এলাকার পরিচিত মুখ ফারহানা আক্তার এ্যানী। যিনি কখনো অন্যায় অত্যাচার কে প্রশ্রয় দেন না। যে কোন সাধারণ মানুষের যে কোন সমস্যায় তিনি সবার আগে ছুটে এসে সমস্যা সমাধানের চেষ্টা করেন। সাংসারিক ব্যস্ততার পাশাপাশি নিজেকে সবসময় সমাজ সেবায় নিয়োজিত রেখে অগ্রনী ভূমিকা পালন করে থাকেন ফারহানা আক্তার এ্যানী। রাজনীতির পাশাপাশি সমাজসেবা করে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে এসেছেন ইমামপুর ইউনিয়নে এই প্রথম চেয়ারম্যান পদে এই নারী প্রার্থী। সমাজের গরীব দুঃখী মেহনতি মানুষের সাথে থেকে অবহেলিত লোকজনের সেবায় নিজেকে নিয়োজিত করতে হলে জনপ্রতিনিধি হওয়া অতিব জরুরী বিধায় তিনি জনপ্রতিনিধি হাওয়ার লক্ষে চেয়ারম্যান প্রার্থী হয়ে মানুষের সমর্থন ও দোয়া চেয়ে বেড়াচ্ছেন। ফারহানা আক্তার এ্যানী একজন নিরহংকারী নারী,যিনি সকলের সাথে সমানভাবে মিশে কাজ করেন। যে কোন সময় তাকে ডাকলে সাড়া দেন বিধায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার প্রার্থীতায় ব্যাপক সাড়া জেগেছে। ফারহানা আক্তার এ্যানী ইমামপুর ইউনিয়ন পরিষদে প্রথম বারের মতো চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করে মাঠে প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। তারমত এমন মিশুক ও নিরহংকারী মহিলা নেত্রীকে প্রার্থী হিসাবে নির্বাচনী মাঠে পেয়ে ভোটাররাও ব্যাপক খুশী। যে কারণে সে গণসংযোগে বের হলে তার সমর্থনে ভোটাররা ঐক্যবদ্ধ হওয়ায় গণসংযোগ গণমিছিলে পরিণত হয়। গত নির্বাচনে ইমামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন এই মহিলা প্রার্থীর স্বামী মনসুর আহমেদ খান জিন্নাহ। আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে তার স্বামী প্রার্থী হিসাবে মাঠে না থাকায় এবার তার স্ত্রী ফারহানা আক্তার এ্যানীকে প্রার্থী হিসাবে মাঠে নামিয়েছেন। ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মনসুর আহমেদ খান জিন্নাহ সহধর্মিণী ফারহানা আক্তার এ্যানীকে জয়ের মালা পরাবে জনগণের মাঝে এমন আলোচনায় চলছে। ফারহানা আক্তার এ্যানী বলেন, তিনি যদি নির্বাচনে ভোটে জয়ী হতে পারেন তাহলে নিজের জীবনের বিনিময়ে হলেও সমাজের নিরীহ গরীব দুঃখী অসহায় মানুষদের পাশে থেকে কাঁদে কাঁদ মিলিয়ে ইউনিয়নবাসীর সেবা ও উন্নয়ন করার পাশাপাশি তার নির্বাচনী এলাকাকে, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, নারী-নির্যাতন মুক্ত একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়তে অগ্রনী ভূমিকা রেখে কাজ করে যাবেন। পরিশেষে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।