সিরাজগঞ্জের রায়গঞ্জে দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূলের অপ্রাধান্য শষ্য উৎপাদন ও বাজার জাতকরণ কর্মসূচির আওতায় বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় রায়গঞ্জ বিআরডিবি হলরুমে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন রায়গঞ্জ সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ প্রকৌশলী বিএডিসি মোসাদ্দেক হোসেন সহকারী, রায়গঞ্জ সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। এ সময় অত্র অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫০ জন কৃষক-কৃষানীর মাঝে ৪ কেজি পিয়াজ দুই কেজি রসুন, ৩ কেজি ভূট্টা ও ২ কেজি করে মসুর যাল বীজ বিতরণ করা হয়।