সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন

টাঙ্গাইলের মধুপুরে আমন মৌসুমে ধান চাল সংগ্রহ শুরু

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) :
  • আপডেট সময় বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

টাঙ্গাইলের মধুপুরে সরকারিভাবে আমন মৌসুমের ধান চাল সংগ্রহ শুরু হয়েছে। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন। মধুপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিলা শারমিন জানান, চলতি আমন মৌসুমে ৬৭১ মেট্রিক টন ধান ও ১৫৬ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। ওই ধান ও চাল সংগ্রহে প্রতি কেজির দাম দেওয়া হবে যথাক্রমে ২৭টাকা ও ৪০ টাকা। চালসংগ্রহ কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, মধুপুর মিল মালিক সমিতির সভাপতি ও মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, মধুপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিজা খাতুন, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আক্তার রিভাসহ বেশ কিছু কৃষক উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com