করোনার বিপর্যয় কাটিয়ে উঠতে না উঠতেই চীনে আঘাত হেনেছে এক শক্তিশালী ভূমিকম্প। এতে কমপক্ষে চারজন নিহত এবং আরও ২৩ জন আহত হয়েছেন। চীনা ভূমিকম্প নেটওয়ার্কস সেন্টারের বরাত দিয়ে এ কথা জানিয়েছে মার্কিন অনলাইন সংবাদ মাধ্যম ডব্লিউটিওপি।
সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৭ মিনিটে চীনের ইউনান প্রদেশের কিয়াওজিয়ার কাউন্টিতে আঘাত হানে ভূমিকম্পটি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ এবং ভূপৃষ্ঠে এর গভীরতা ছিল ৫ মাইল। ভূম্পিকম্পের আঘাতে ইউনানে চারজন প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২৩ জন।
করোনায় বিপর্যস্ত চীনের ঝাওটোং শহরের কাছে আঘাত হেনেছে ভূমিকম্পটি। ওই শহরে ৬০ লাখ মানুষের বসবাস। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শিনহুয়া নিউজ এজেন্সি মঙ্গলবার জানিয়েছে, ১৬টি শহরতলীতে দমকলবাহিনী ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
চীনে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে দেশটির পশ্চিমাঞ্চলীয় ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে ভূমিকম্প খুব সাধারণ ঘটনা।
গত বছর দেশটির সিচুয়ান প্রদেশে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ১৩ জন প্রাণ হারিয়েছিল। আহত হয়েছিল আরও প্রায় দুইশো মানুষ।
এমআর/প্রিন্স