শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

দেড় বছর পর লাইভে আসলাম: সানাই

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

স¤প্রতি শোবিজ ছাড়ার ঘোষণা দিয়েছেন আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। এরপর থেকেই শোবিজ থেকে দূরে তিনি। ইসলামের পথে চলাফেরা করে নামাজ, রোজা করছেন। স¤প্রতি তার আগের লাইভ, গানসহ নানা কিছু নতুন করে প্রকাশ নিয়ে চটেছেন এ অভিনেত্রী। বিরক্ত হয়ে ফেসবুক লাইভে এসে মামলার হুমকি দিয়ে সানাই এও বলেন, পর্দানশীল নারী যে কতটা পাওয়ারফুল, এবার তা আপনারা দেখবেন। সানাইয়ের দাবি, এখনও সানাইয়ের আগের ছবি, ভিডিও পোস্ট দেয়া হচ্ছে। পাশাপাশি ইউটিউব চ্যানেলেও তাকে নিয়ে প্রচার করা হচ্ছে বিভ্রান্তিকর সংবাদ। যা আইনের পরিপন্থী। এসব কারণে প্রতিবাদ ও আইনি পথে হাঁটার বিষয়টি জানাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে আসেন তিনি।
ফেসবুক লাইভে এসে সানাই বলেন, দেড় বছর পর লাইভে আসলাম। কিন্তু এখনও অনেক ফেসবুক গ্রুপ ও ইউটিউব চ্যানেল থেকে আমার আগের লাইভ, গানসহ নানা কিছু প্রকাশ করা হচ্ছে। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমি এখন ইসলামের পথে রয়েছি। এসব করা আইনের পরিপন্থী। আমার ভিডিও ব্যবহার করে টাকা কামানোর এসব হীন কাজ কীভাবে করতে পারেন আপনারা! তাই আমি আইনি পথে চলার সিদ্ধান্ত নিয়েছি। এই ধরনের ভিডিও আপলোড বন্ধ করার অনুরোধ জানিয়ে সানাই বলেন, দ্রুতই এসব চ্যানেল কিংবা গ্রুপের বিরুদ্ধে মামলা করব। একজন পর্দানশীল নারী যে কতটা পাওয়ারফুল হতে পারে তা আপনারা দেখবেন। তিনি আরও বলেন, ‘অনেক মানুষ চেয়েও ইসলামের পথে আসতে পারছে না। আমি ইসলামের পথে ফেরার পর থেকে আমাকে অনেক মানুষ বেশ ভালো ভালো কমেন্ট করেছে। আমার জন্য দোয়া করেছে। তাদের প্রতি আমি অসম্ভব কৃতজ্ঞ। তাদের উদ্দেশে বলতে চাই, আপনাদের একটু ভালোবাসা একজন মানুষকে সামনে এগিয়ে যেতে অনেক অনুপ্রেরণা জোগায়। আমি তাদের জন্য অবশ্যই দোয়া করব।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com