বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
তীব্র গরমে কালীগঞ্জে বেঁকে গেছে রেললাইন, ট্রেন চলাচল স্বাভাবিক মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী দিদার পাশা জনপ্রিয়তায় এগিয়ে শ্রীপুর পৌরসভার উদ্যোগে খাবার পানি ও স্যালাইন বিতরণ অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে কর্মশালা রায়পুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা আলী আহমেদের কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অব্যাহত পলাশবাড়ীতে প্রচন্ড গরমে ঢোল ভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তরমুজ বিতরণ জুড়ীতে টিলাবাড়ি ক্রয় করে প্রতারিত হওয়ার অভিযোগ আনারসের পাতার আঁশ থেকে সিল্ক কাপড় তৈরির শিল্পকে সর্বাত্মক সহযোগিতা করা হবে-সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি রাউজানে পথচারীদের মাঝে যুবলীগের ফলমূল ও ছাতা বিতরণ

চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র পুণর্মিলনী ও সংবর্ধনা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

ব্যাংকিং সেক্টরে কর্মরত কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম’র কৃতি সন্তান তথা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সংগঠন চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি (সিবিএস)’র পুণর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর রাহমানিয়া রুফটপ কনভেনশন হলে সংগঠনের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাইন উদ্দিন আহমেদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও ডাচ বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদ উল্লাহ এফসিএ’র সার্বিক তত্বাবধানে এবং সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা এস. এম. হাবিব মহসিন সুধন’র পরিচালনায় দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক ব্যাংক কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন চৌধুরী, সাউথইস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সংগঠনের সহ-সভাপতি নুরুদ্দিন এম ছাদেক হোসাইন, জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক ও সংগঠনের অর্থ সম্পাদক নূরুল ইসলাম মজুমদার, পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার ও সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন শিমুল, সংগঠনের উপদেস্টা মোঃ কামরুজ্জামান, সাউথইস্ট ব্যাংকের এসইভিপি আবদুল কাইউম চৌধুরী, এনসিসি ব্যাংকের ইভিপি ও সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক আবদুল্লাহ-আল-কাফি মজুমদার, ইসলামী ব্যাংকের ইভিপি ও সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক এ কে এম শহিদুল হক খন্দকার, ওয়ান ব্যাংকের ইভিপি মোঃ নজরুল ইসলাম, শাহজালাল ইসলামি ব্যাংকের ইভিপি আশফাকুল হক মিঠু এফসিএ, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের ভিপি ও কুমিল্লা শাখার ব্যবস্থাপক কাজী ছায়েদ মাহমুদ তারেক, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভিপি মোঃ শাহজাহান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম, ঢাকা ব্যাংকের এভিপি মোঃ এমরান হোসেন ভুঁইয়া, অগ্রণী ব্যাংকের এজিএম আগা আজিজুল ইসলাম চৌধুরী, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান সোহেল ও এ. জে. এম বাহাউদ্দিন নোমান, কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তা আবুল বাশার আলাল এবং দপ্তর সম্পাদক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ প্রমুখ। বক্তাগণ তাদের বক্তব্যে, চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটিকে ব্যাংকিং সেক্টর তথা চৌদ্দগ্রামের উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ডে সব সময় নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনের সদস্যগণের মধ্যে পারস্পরিক যোগাযোগবৃদ্ধি, ঐক্য-ভ্রাতৃত্ব, সোহার্দ্য, পেশাগত উন্নয়ন, সহযোগিতার মনোভাব ও মানব সেবার ব্রত নিয়ে সামনে এগিয়ে যাবার আহ্বান জানান। সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় অরাজনৈতিক সেবামূলক পেশাজীবী সংগঠন হিসাবে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি তার অভিষ্ট লক্ষ্য অর্জনে সামনে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সবশেষে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com