বিশ্ব মানবিক মর্যদা দিবস এই উপলক্ষে চরফ্যাসন দলিত জনগোষ্ঠি(বিডিইআরএম) আয়োজনে বৈষম্য বিলোপ আইন প্রনয়ন করতে পালিত হল মানববন্ধন। ৫ই ডিসেম্বর /২১ সকাল ১০ টায় অনুষ্ঠান সফল করতে সামাজিক দূরত্ব বজায় রেখে চরফ্যাসন থানা রোড দলিত জনগোষ্ঠিত সভাপতি বিপল্প চন্দ্র কমল, সাধারন সম্পাদক অশোক সাহা এবং সংগঠনের অন্যান্য সদস্যগণ, সাংবাদিক ও সমাজ সেবীসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৮ দফা দাবী গুলি উথাপন করা হয়। দাবী গুলো জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠির জন্য সুনিদিষ্ঠভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ বৃদ্বি, পরিছন্ন কর্মীদের পেশা গত দ্বয়িত্ব সুরক্ষা করা, সরকারী চাকুরীতে দলিত জনগোষ্ঠিত কোঠার ব্যবস্থা, আদম শুমারী ২০২১ এ দলিত জন গোষ্ঠির আলাদ তথ্য সংগ্রহ, সকল মহানগরী/পৌরসভা সহ আবাসনের ব্যবস্থা, সরকারী বিশ্ববিদ্যালয়ে সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিতদের কোটা ভর্তি প্রবর্তন এবং মহান জাতীয় সংসদে সাধারন ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠির সংখ্যানুপাত প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবী তুলে ধরা হয়।