বিশ্বজুড়ে মহামারী সৃষ্টি করা নতুন করোনাভাইরাসের সংক্রমণে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে গেছে।
মঙ্গলবার সকালে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) সংকলিত তথ্য অনুযায়ী, চীন থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৯০ হাজার ৩৪৭ জনে দাঁড়িয়েছে।
চলতি মাসের প্রথমদিকে দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে কতোজন লোক মারা যেতে পারে তার হিসাব সংশোধন করে সংখ্যাটি এক লাখের মতো হতে পারে বলে জানিয়েছিলেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়ে ১৫ লাখ ৮ হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত ও মৃত, উভয় দিক থেকে যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষে আছে।
যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এ সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে। এখানে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৩৭১ জন ও মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৩৩৯।
এর পরে আছে নিউ জার্সি অঙ্গরাজ্য। এখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ২৪০ জন ও মৃত্যুর সংখ্যা ১০ হাজার ৪৩৯ জন।
এমআর/প্রিন্স