শনিবার, ০৪ মে ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন

দেশের শিক্ষা খাতে ৪২৮ কোটি টাকা দিয়েছে ইইউ

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মে, ২০২০

বাংলাদেশের শিক্ষা খাত সংস্কার কার্যক্রমের সহায়তার অংশ হিসেবে ৪২৮ কোটি টাকা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর ইইউ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শিক্ষা খাতে মূলত জাতীয় সংস্কারের জন্য বাংলাদেশ সরকারকে ৪২৮ কোটি টাকা স্থানান্তর করেছে। এই অনুদানের মাধ্যমে ইইউ স্থায়ী উন্নয়ন লক্ষ্য অর্জনের প্রতিশ্রুতিসহ মানব পুঁজি উন্নয়নে, দারিদ্র্য ও বৈষম্য দূরীকরণে সরকারের প্রতিশ্রুতি সমর্থন করে।

এতে উল্লেখ করা হয়, ইউরোপীয় ইউনিয়নের ‘হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২১’ এর কর্মসূচির আওতায় এই অর্থ সহায়তা দিয়েছে। এ অর্থ দিয়ে বাংলাদেশের শিক্ষা খাত শক্তিশালী ও দক্ষতা উন্নয়ন বিশেষ করে প্রাথমিক ও কারিগরি শিক্ষায় ব্যয় করা হবে।

এ বিষয়ে ইইউ রাষ্ট্রদূত রেনসে তিরিংক বলেন, ‘একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য শিক্ষা মৌলিক অঙ্গ। ইইউ এ ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতার মূল স্থানে রয়েছে। বাংলাদেশের জনগণ শিক্ষার সর্বাধিক সুবিধা অর্জন করবে।’

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com