টাঙ্গাইলের ধনবাড়ীতে হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধনবাড়ী উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও ধনবাড়ী প্রেসক্লাব যৌথভাবে মুক্ত দিবসের এ বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করেন। মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার হোসেন কালুর সঞ্চালনায় মুক্ত দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, ধনবাড়ী পৌর সভার মেয়র মুহাম্মাদ মনিরুজ্জামান বকল, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোঃ আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন টুক্কু, ইউছুব আলী, আনোয়র হোসেন, ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি স. ম. জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তরা বলেন, ১৯৭১ সালের ১০ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীকে হটিয়ে টাঙ্গাইলের ধনবাড়ীকে হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করা হয় এবং এ অঞ্চলে উত্তোলন হয় লাল সবুজের পতাকা। ১০ ডিসেম্বর প্রথম প্রহরে স্থানীয় মুক্তিযোদ্ধারা ধনবাড়ী পাকিস্তানি হানাদার বাহিনীর ঘাটিতে আক্রমণ চালিয়ে পাকিস্তানি সেনাসহ ৩ ‘শত রাজাকার আলবদরকে গ্রেফতার করে ঘাঁটিটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। মুক্তি বাহিনীর দখলে আসে বিপুল অস্ত্র। ফলে স্থানীয় মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণের মুহূর্তে হানাদার বাহিনী ও তার দোসরদের মনোবল সম্পূর্ণরূপে ভেঙ্গে যায় এবং তারা ঢাকার উদ্দেশ্যে পিছু হটতে বাধ্য হয়।