তুরস্ক থেকে প্রেমের টানে বাংলাদেশে এসেছেন আয়শা ওজতেকিন নামে এক তরুণী। শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ময়মনসিংহের মুক্তাগাছার হুমায়ুন কবিরের সাথে।
তুর্কির অটোমান সাম্রাজ্যের সুলতান সুলেমান তার ক্রীতদাসী হুররামকে ভালোবেসে বিয়ে করেছিলেন দুইশ বছরের নিয়ম ভেঙে। তাদের প্রেম কাহিনী বিশ্বজুড়ে বিখ্যাত। তবে সুলতান সুলেমান কি কখনো ভেবেছিলেন, তার দেশের এক নারী ভালোবাসার টানে চলে আসবেন বাংলাদেশে?
হুমায়ুন ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের লক্ষীখলা এলাকার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান আলী ও হোসনেয়ারা বিউটি দম্পতির ছেলে।
তুর্কি কন্যা আয়শা ওজতেকিন তুরস্কের আন্তালিয়া শহরের মাহমুদ নামিক ওজতেকিন ও সেভদা ওজতেকিন দম্পতির কন্যা। আয়শা ওজতেকিন, তুরস্ক থেকে প্রেমিকের হাত ধরে এসেছেন ময়মনসিংহের মুক্তাগাছায়। আয়েশা ওজতেকিন বলেন, আমার বাবা রাজি ছিলেন না এই সম্পর্কে। ও আমার অনেক কেয়ার করে। তার গুণ বলে শেষ করা যাবে না। আমি ওকে অনেক ভালোবাসি।
হুমায়ুন কবির বলেন, আমি ২০১০ সালে ক্যাডেট কলেজ থেকে সরকারের স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে তুরস্কে যাই। সেখানে স্থানীয় একটি হাসপাতালে চাকরির সুবাদে ২০১৮ সালে আয়শার সাথে পরিচয় হয়। সেখান থেকেই মূলত আমাদের দুজনের মাঝে ভালোবাসার সম্পর্কের শুরু। আমাদের সম্পর্কের ৪ বছরের মাথায় ঠিক করি আমরা বিবাহন্ধনে আবদ্ধ হব। গত শুক্রবার বাঙালি আচার অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে হয় তাদের। এরই মধ্যে সহজে মিশে যাওয়ার মানসিকতা দিয়ে আয়শা ওজতেকিন জয় করে নিয়েছেন শ্বশুরবাড়ির লোকজনের মন।