বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০০ অপরাহ্ন

খালেদা জিয়া নয়, বাংলাদেশ আজ ‘মৃত্যুপথযাত্রী’ : ভিপি নুর

শাহজাহান সাজু :
  • আপডেট সময় শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নয়, বাংলাদেশ আজ মৃত্যুপথযাত্রী বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। তিনি বলেন, খালেদা জিয়া শুধু মৃত্যুপথযাত্রী নয়, গোটা বাংলাদেশ আজ মৃত্যুপথযাত্রী। বাংলাদেশের জনগণ মৃত্যুপথযাত্রী।
গতকাল শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে ও স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপল্স পার্টি -এনপিপি। নূর বলেন, ‘বেগম খালেদা জিয়াকে দুটি দৃষ্টিকোণ থেকে শ্রদ্ধা করি। একটা হচ্ছে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার আপসহীন ভূমিকার কারণে। আন্দোলনে আপসহীন থেকে তিনি নির্বাচন করেননি।’
দ্বিতীয় কারণের প্রসঙ্গে তিনি বলেন, ‘খালেদা জিয়া বিদেশী বিভিন্ন শক্তির কাছে নতজানু হয়ে ক্ষমতায় থাকতে চাননি। যে কারণে তিনি ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা বিভিন্নভাবে ডিস্টার্ব করেছে। দেশে যখন ৬৪ জেলায় বোম্বিং হয়েছিল সেদিন খালেদা জিয়া সম্ভবত চীনের বেইজিংয়ে পা রেখেছিলেন। এখানে নানা আন্তর্জাতিক সমীকরণ আছে, সেখানে তার (খালেদা জিয়া) গুণ হচ্ছে ক্ষমতায় থাকার জন্য তিনি দেশের স্বার্থ বিকিয়ে দেননি।’
খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার সুযোগের প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা অমানবিক সরকারের কাছে মানবিকতা আশা করবেন এটা হয়? হয় না। একটা মানুষ চিকিৎসা পাবে, এটা তার মৌলিক অধিকার, আইনগত অধিকার, সাংবিধানিক অধিকার। আইনের দোহাই দিয়ে যারা ক্ষমতায় আছে তারাই সবচেয়ে বেআইনি কাজ করেছে।’ এনপিপি’র চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।অন্যদের মধ্যে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, ঢাকা উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com