বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:০২ অপরাহ্ন

বহিরাগত কোন ব্যক্তিই ভোট কেন্দ্রের আশেপাশে আসতে পারবে না-নওগাঁয় নির্বাচন কমিশনার কবিতা খানম

মোশারফ হোসেন জুয়েল নওগাঁ :
  • আপডেট সময় সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন বহিরাগত কোন ব্যক্তিই ভোট কেন্দ্রের আশেপাশে আসতে পারবে না। তাই বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা ভোট কেন্দ্র দখল হওয়ার কোন প্রশ্নই আসে না। এছাড়া ইউপি নির্বাচনকে ঘিরে যদি কেউ কোন প্রকারের অপ্রীতিকর কিছু ঘটানোর চেস্টা করে তাহলে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনের আগে ও পরে সর্বদাই মাঠে অবস্থান করবে। তাই প্রশ্নবিদ্ধ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই। সরকার চলমান ইউপি নির্বাচন সুন্দর, সুষ্ঠ, শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বদ্ধ পরিকর। নওগাঁতে এপর্যন্ত যতগুলো ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সবগুলো নির্বাচনই কিন্তু অবাধ, সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তাই আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। তিনি রোববার সন্ধ্যায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন-২০২১ উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগনের সমন্বয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এই কথাগুলো বলেন। জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিবালয়ের আইডিইএ প্রকল্প-২ এর পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া প্রমুখ। সভায় আগামী ২৬ডিসেম্বর চতুর্থ ধাপে জেলার আত্রাই, মহাদেবপুর ও ধামইরহাট উপজেলায় অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি বিভিন্ন প্রার্থীদের তোলা সমস্যার সমাধান ও প্রশ্নের উত্তর দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com