বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন

ঘর থেকে বের না হলে নারীরা কখনো সচেতন হতে পারবে না -মোঃ সামিউল ইসলাম

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

১৩ডিসেম্বর সোমবার সদর উপজেলার বিআরডিবি’র হলরুমে উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোাসয়েশন (সিডিএ) দিনাজপুর এর সার্বিক সহযোগিতায় ভূমিহীন মানুষের মাঝে খাস জমি দ্রুত বন্ঠন করার জন্য উপজেলা ভিত্তিক ভূমি অধিকার বিষয়ে সুশীল সমাজ ও সাংবাদিক এবং ভূমিহীনদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। জনসংগঠন ঐক্য পরিষদ সদর দিনাজপুরের সভা প্রধান মোঃ সামিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরডিবি দিনাজপুর সদর উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা মারিয়া বিনতে আজিজ। স্বাগত বক্তব্য রাখেন সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী লিতুস কুবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪নং শেখপুরা ইউনিয়নের মহিলা সদস্য মোছাঃ কুলছুম বানু। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কুমার রায় ও সিডিএ’র মাঠ পরীবেক্ষন কর্মকর্তা মোছাঃ শামীমা। প্রধান অতিথি মারিয়া বিনতে আজিজ বলেন, ঘর থেকে বের না হলে নারীরা কখনো সচেতন হবে না। নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে পুরুষের পাশাপাশি নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। বর্তমানে দেশে প্রচুর খাস জমি রয়েছে এবং সেগুলো প্রভাবশালী ব্যাক্তিরা অবৈধভাবে যুগ যুগ ধরে ভোগ দখল করে আসছে। সরকার এই জমিগুলো পর্যায়ক্রমে উদ্ধার করে ভূমিহীনদের মাঝে বন্ঠন করছে। তবে সরকারের নীতিমালা অনুযায়ী ভূমিহীনরা খাস জমি পাবে। এর জন্য আপনাদের প্রশাসনের সাথে যোগাযোগ রাখতে হবে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউনিয়ন ব্যবস্থাপক আবু তালেব ও গ্রাম সহায়ক নিরঞ্জন রায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com