গাইবান্ধা সদরে ফুরাদ ট্রেডাসে ভাংচুর ও হামলাসহ হুমকি করায় দোকান মালিক সংবাদ সন্মেলন করেন। সোমবার সকালে চকমামরোজপুরে ফুরাদ ট্রেডাসে লিখিত বক্তব্য পাঠ করেন ফুরাদুজ্জামান ফুরাদ। সংবাদ সন্মেলনে লিখিতপত্র ও বক্তব্য হতে জানা যায়-গাইবান্ধার সদরের চকমারোজপুর গ্রামের মোঃ আব্দুস সোবহান সরকারের পুত্র মোঃ ফুরাদুজ্জামান ফুরাদ নিজনামীয় ক্রয়কৃত ভোগদখলীয় জমিতে ফুরাদ ট্রেডাস নামে ব্যবসা করে আসছেন। তার ক্রয়কৃত জমি আরএস ৪২ ও ৪৩,সাবেক দাগ ১২৬০,জমি ৭৪ শতকের মধ্যে ১৪ শতক এবং সাবেক দাগ ২০২৫, জমি ১০১ শতকের মধ্যে ৮ শতাংশ, হালদাগ ১২৬৫ ও ১২৬৬ ও সাবেক দাগ ২০২৪, হালদাগ ১২৫৯, জমি ৬৪ শতকের মধ্যে সাড়ে ৪ শতাংশ জমি ভোগদখল করে আসছে। উক্ত জমির খারিজ কেস নং ২৩৪৪। ফুরাদ শাহজাহান মিয়ার নিকট ক্রয় করেন। কিন্তু শাহজাহানের ভাই শামীম আহমেদ উক্ত জমির অংশীদার দাবী করে বিভিন্ন ভাবে হুমকি ও ভয়ভীতি দিয়ে আসছে।এবিষয়ে গত ০৫ডিসেম্বর থানায় অভিযোগের প্রেক্ষিতে একটি শালিশী বৈঠক বসেও কোন সমাধান হয়নি। এরই ধারাবাহিকতায় গত ০৯ই ডিসেম্বর শামীম আহমেদ ও তার লোকজন ফুরাদ ট্রেডাসে হামলা করে ভাংচুর ও হুমকি ধামকী প্রদর্শন করে। এতে ফুরাদ তার পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। তাই সংবাদ সন্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ফুরাদ।এসময় উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, মোঃ আব্দুস সোবহান প্রমুখ।