রোববার থেকে মাঠে গড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। শুরুর দিনেই ব্যাট হাতে নিজের নামের সুবিচার করেছেন মোহাম্মদ আশরাফুল। সতীর্থরা যেখানে ব্যর্থ, সেখানে তিনি একাই ছিলেন লড়াকুর ভূমিকায়। খেলেন দারুণ এক ফিফটি ছাড়ানো এক ইনিংস। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা পূর্বাঞ্চলকে ২৬০ রানে গুটিয়ে দেয় দক্ষিণাঞ্চল। পূর্বাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন আশরাফুল। বল হাতে দক্ষিণাঞ্চলের হয়ে পাঁচটি করে উইকেট নেন মেহেদী ও নাসুম। আগে ব্যাট করতে নামা পূর্বাঞ্চলের হয়ে ১০১ রানের উদ্বোধনী জুটিতে শক্ত ভিত গড়ে দেন আশরাফুল ও ইমরুল কায়েস। ফিফটির আগে ইমরুল ফিরলেও দলটির হয়ে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন আশরাফুল। নাসুমের বলে শর্ট লেগে ধরা পড়েন ইমরুল। তিনি করে ৮ চারে ৪৬ রান। পরপর দুই ওভারে রনি তালুকদার ও আশরাফুলকে ফিরিয়ে দেন মেহেদি। ৮২ বলে ফিফটি করা আশরাফুলের ইনিংস শেষ হয় ৮ চারে ৬১ রানে। আফিফ হোসেনকে এলবিডব্লিউ করে দ্রুত ফেরত পাঠান মেহেদি। নাসুমের অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করার চেষ্টায় কট বিহাইন্ড হয়ে যান ৩০ রান করা শাহাদাত।
৮ ওভারে ১৯ রান তুলতেই ৫ উইকেট হারানো দলের হাল ধরেন রেজাউর রহমান ও মোহাম্মদ এনামুল হক। নবম উইকেটে এই দুই পেসার দলকে এনে দেন ৪৭ রানের জুটি। তাদের দুইজনকে ফিরিয়ে পূর্বাঞ্চলের ইনিংস শেষ করে দেন মেহেদি। দিনের শেষ বেলায় প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৩ রান করেছে দক্ষিণাঞ্চল।