বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

শেরপুর ও নকলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

শেরপুর প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

সারাদেশের ন্যায় শেরপুরে “শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়। র‌্যালীতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান-এর স্বাগত বক্তব্য শেষে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশীদ, পৌরসভার প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত প্রমুখ। আলোচনা সভার পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ জেলার প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির ৪৮ হাজার টাকা মূল্যের চেক হস্তান্তর করেন। এসময় নেজারত ডেপুটি কালেক্টল (এনডিসি) ডিএম সাদিক আল শাফিন, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান, শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর চীফ ইন্সট্রাক্টর (প্রধান প্রশিক্ষক) এস.এম আজহার, শেরপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, বিভিন্ন কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অন্যদিকে নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান-এঁর সভাপতিত্বে বর্ণাঢ্য শুভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ইন্সট্রাক্টর সাজু মিঞার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। তাছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ফকির মোহাম্মদ রেজাউল হক ও কায়দা বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. ওলি উল্যাহ প্রমুখ। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শামছুর রহমান, জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন, নকলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সেলিম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজনসহ অন্যান্য সাংবাদিক ও বিভিন্ন দপ্তর প্রধানগন উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com