বুধবার, ০৩ জুলাই ২০২৪, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
দীঘিনালায় নিম্নাঞ্চল প্লাবিত ভ্যান-ঠেলাগাড়ি দিয়ে এইচএসসি কেন্দ্রে পরীক্ষার্থীরা বরিশালে নদীতে চলছে ‘বিমান’ বেনাপোলে ভারতীয় ট্রাক থেকে ফেনসিডিলসহ চালক গ্রেফতার কিডনি বিকল হতে যাওয়া রিকশাচালক সিরাজুলকে বাঁচাতে সাহায্যের আবেদন ডোমারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ)’র বিদায় সংবর্ধনা নেত্রকোণা জেলা প্রশাসক পেলেন শুদ্ধাচার পুরস্কার বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালের ১০ লিফটের ৮টিই অচল মাদারগঞ্জে বিক্ষোভ ও হরতাল ঘোষণা : চেয়ারে বসার একদিন আগে উপজেলা চেয়ারম্যান কারাগারে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সাংগঠনিক সংলাপ উপলক্ষে প্রস্তুতি সভা দুর্গাপুরে বঙ্গববন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

গজারিয়ায় ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন

গজারিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

মুন্সীগঞ্জের গজারিয়ায় আগামী বছরের ৫ই জানুয়ারী পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মাঝে বিভিন্ন প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। সোমবার (২০ ডিসেম্ববর) সকালে উপজেলা সার্ভার স্টেশনে উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা আবু তালেব প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্ধ ঘোষনা করেন। এসময় উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩৮ জন সাধারণ সদস্য (মেম্বার) পদে ২৩৬ জন ও সংরক্ষিত আসনে ৮১জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ সম্পন্ন করেন। এর মধ্যে ভবেরচর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ মনোনিত প্রার্থী, মুক্তার হোসেন (নৌকা প্রতিক), স্বতন্ত্র মটর সাইকেল প্রতীক ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটন। বালুয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ মনোনিত প্রার্থী (নৌকা প্রতীক), আলহাজ্ব নাজমুল হোসেন, স্বতন্ত্র মটর সাইকেল প্রতীক শহিদুজ্জামান জুয়েল সরকার, আনারস প্রতীক আলহাজ্ব শাহাআলম। টেঙ্গারচর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ মনোনিত প্রার্থী (নৌকা প্রতীক) বোরহান উদ্দিন দেওয়ান, স্বতন্ত্র চশমা প্রতীক , আনারস প্রতীক সালাউদ্দিন মাস্টার, ঘোড়া প্রতীক কামরুল হাসান ফরাজী। হোসেন্দী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ মনোনিত প্রার্থী (নৌকা প্রতীক) মনিরুল হক মিঠু, স্বতন্ত্র মোটর সাইকেল প্রতীক হাজ্বী মোহাম্মদ আক্তার হোসেন, আনারস প্রতীক আব্দুল মতিন মন্টু, চশমা প্রতীক মো. রিয়াদ হোসেন দাউদ। গজারিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ মনোনিত প্রার্থী (নৌকা প্রতীক) শফি উল্লাহ শফি, স্বতন্ত্র আনারস প্রতীক মহিউদ্দিন ঠাকুর, ঘোড়া প্রতীক দেলোয়ার হোসেন। গুয়াগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ মনোনিত প্রার্থী (নৌকা প্রতীক) মোহাম্মদ আলী খোকন, স্বতন্ত্র ঘোড়া প্রতীক মোজাম্মেল হোসেন খোকন, মোটর সাইকেল প্রতীক জিয়াউল হক জিতু রাঢ়ি, আনারস প্রতীক শফিকুর রহমান। ইমামপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ মনোনিত প্রার্থী (নৌকা প্রতিক) হাফিজ্জুজামান জিতু, স্বতন্ত্র ঘোড়া মনসুর আহমেদ খান জিন্নাহ, জাতীয় পার্টী মনোনীত প্রার্থী হান্নান সরকার। উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা আবুতালেব বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী আগামী বছরের ৫ই জানুয়ারি পঞ্চম ধাপে গজারিয়া উপজেলার ৭টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com