সোমবার, ০৮ জুলাই ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::

শীতার্তদের মাঝে সিটিজেন ফাউন্ডেশনের কম্বল বিতরণ

নলছিটি প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

ঝালকাঠির নলছিটি উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজেন ফাউন্ডেশন। রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে নলছিটি পৌরসভা মিলনায়তনে এ কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান। সিটিজেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সুপ্রীমকোর্টের আইনজীবী মো. কাওসার হোসাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র আ. ওয়াহেদ খান, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি খোন্দকার মুজিবুর রহমান, নাচনমহল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেরাজুল ইসলাম সেলিম, পৌর কাউন্সিলর নুরে আলম হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব হোসেন টিটু, বর্তমান সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিটিজেন ফাউন্ডেশনের সদস্য সচিব ইঞ্জি. গোলাম মাওলা শান্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, সাইদুল ইসলাম, এস.আর সোহেল, এইচ.এম বশির হাওলাদার, শামীম হোসেন সাগর, সদস্য ফেরদৌসি ইভা, আরিফুর রহমান, মো. বশির, ফয়সাল আমান, মো. আমিন হোসেন, পৌর কমিটির উপদেষ্টা প্রভাষক মো. আমির হোসেন, সহসভাপতি সোহেল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন তালুকদার, যুগ্ম সম্পাদক রাজীব কুমার মালো, সমাজ কল্যাণ সম্পাদক শহীদুল ইসলাম মোল্লা, কুশঙ্গল ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক তুহিন মিত্র, কুলকাঠি ইউনিয়ন কমিটির সদস্য সচিব সাইদুল ইসলাম মোল্লা, সুবিদপুর ইউনিয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মাস্টার, সদস্য সঞ্জীব কুমার দাস, পৌর আওয়ামী লীগ নেতা মো. শাহ আলম, নাচনমহল ইউনিয়ন যুবলীগ নেতা মো. মনির জোমাদ্দার প্রমুখ। সিটিজেন ফাউন্ডেশনের আহ্বায়ক অ্যাডভোকেট কাওসার হোসাইন জানান, প্রতিবারের ন্যায় এবারও উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাঁচ শতাধিক অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হবে। পৌর এলাকায় কম্বল বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এরপর প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম চলবে। আগামী দিনগুলোতেও আমাদের মানবিক কার্যক্রম চলমান থাকবে। এদিকে অসহায় শীতার্ত মানুষ কম্বল পেয়ে অত্যন্ত আনন্দিত এবং সমাজসেবামূলক এ রকম কাজের জন্য সিটিজেন ফাউন্ডেশনের সদস্যদের প্রশংসা ও কৃতজ্ঞতা জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com