নওগাঁর পত্নীতলায় বিজিবি দিবস- ২০২১ উদযাপন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ২ ঘটিকায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সদর দপ্তরে উক্ত অনুষ্ঠানে বিজিবি দিবসের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সামসুজ্জামান মোহাম্মদ আরিফ উল্ ইসলাম। এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন সরকার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এস.এম. খালিদ সাইফুল্লাহ, থানা ওসি শামসুল আলম শাহ, পত্নীতলা প্রেস ক্লাব সভাপতি ইউনুছার রহমান, পত্নীতলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমূখ। এসময় ১৪ বিজিবি’তে কর্মরত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা উপস্থিত ছিলেন।