বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
উলিপুরে জাতীয় ফুল শাপলার আদলে ধানক্ষেত বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় ও সাহসী, সকলকে ধৈর্যের সাথে দেশের কল্যাণে কাজ করতে হবে-জেলা প্রশাসক পটুয়াখালী কমলগঞ্জে সীমানা পিলার উপরে ফেলে ভূমি জবরদখল করার অভিযোগে সংবাদ সম্মেলন কোম্পানীগঞ্জ উপজেলা হলো জামায়াতের সাত শহীদের জন্মভূমি-অধ্যক্ষ বেলায়েত হোসেন মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতা সভা পাবনায় র‌্যাবের অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার ২ আসামী গ্রেফতার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবসে এম এ ফয়েজের বিদায় সংবর্ধনা বাগেরহাট প্রেস ক্লাবকে সংস্কারের মাধ্যমে বৈষম্য দূর করতে হবে-বিশেষ সাধারণ সভায় বক্তারা নেত্রকোনায় বন্যায় জনজীবন বিপর্যস্ত পটুয়াখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোল টেবিল বৈঠক

নগরকান্দায় পুলিশের অভিযানে ডাকাত দলের সদস্য অভিযোগে ৮ জন আটক

বেলায়েত হোসেন লিটন নগরকান্দা :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

ফরিদপুরের নগরকান্দায় পুলিশের অভিযানে ডাকাত দলের সক্রিয় ৮ সদস্য আটক করা হয়ছে। পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, বিপিএম, এর দিক নির্দেশনায়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিল হোসেনের সার্বিক সহায়তায় এবং এসআই মোঃ ইলিয়াছ হোসেনের নেতৃত্বে নগরকান্দা থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া পাড়াদিয়া বটতলা নামক স্থানে ওহিদ মাতুব্বরের মুদি দোকানের সামনে ইটের রাস্তার উপর থেকে মঙ্গলবার রাত আড়াইটার সময় স্থানীয় জনগনের সহায়তায় ডাকাতি করার প্রস্তুতিকালে ৮ জন ডাকাত দলের সক্রিয় সদস্যদের আটক করে নগরকান্দা থানা পুলিশ।  আসামীরা হলেন ছলেমান মুন্সি(৪৫) পিতা- মৃত রব মুন্সি, শরিফুল শিকদার(২৪) পিতা- আক্কাস শিকদার, উভয় সাং-ভবুকদিয়া, থানা-নগরকান্দা, সেলিম বিশ্বাস (৩১) পিতা- আবুল বিশ্বাস, জনি শেখ (২৫) পিতা- মৃত নৈমুদ্দিন শেখ, রায়হান বিশ্বাস (২৫) পিতা- বাচ্চু বিশ্বাস, সর্ব সাং- শোভারামপুর, শাহিন খান (৩২) পিতা- জালাল খান, ইয়াছিন মন্ডল (২২) পিতা- নবা মন্ডল, উভয় সাং- রঘুনন্দনপুর, সর্ব থানা- কতোয়ালী, জেলা- ফরিদপুর এবং  হেমায়েত কাজী (৪০) পিতা- মতি কাজী, সাং- পোনা, থানা- কাশীয়ানি, জেলা- গোপালগঞ্জ।   আসামীদের নিকট হতে দেশীয় অস্ত্র লোহার বড় হাতুরী, প্লাষ্টিকের খেলনা পিস্তল, লোহার ছোড়া,  লোহার বড় হাতুরী, লোহার রড, লোহার ছোট রামদা,  লোহার রডের তৈরী ছেনি এসময় উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার প্রেক্ষিতে নগরকান্দা থানায় মামলা নং- ১৪, তারিখ- ২১/১২/২০২১ ইং ধারা- ৩৯৯/৪০১ পেনাল কোড রুজু করা হয়েছে। আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com