গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) উদ্যেগে উপজেলার বিভিন্ন সড়কে মোবাইল মেইনটিনেন্স কার্যক্রম শুরু করা হয়েছে। গতকাল এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলার গোপাললপুর-রামাদিয়া সড়কে আনুষ্ঠানিক ভাবে এ র্কাক্রমের উদ্ভোধন করেন, নির্বাহী প্রকৌশলী (গোপালগঞ্জ) মোঃ এহসানুল হক, সিনিয়র সহকারী প্রকৌশলী সরদার ইকরামুল হক,উপজেলা প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান,সহকারী প্রকৌশলী রবিউল হোছাইন। এ সময়ে উপস্থিত ছিলেন,কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নিজামুল আলম মোরাদ,সমকালের জেলা প্রতিনিধি মনোজ সাহা, ওড়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বদরুল আলম বিটুল। এসময়ে উপজেলা প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান জানান, উপজেলার বিভিন্ন পাকা সড়কে ছোটখাটো ভাঙ্গা আছে। সামান্য খরচেই এসব সড়ক ব্যাবহার উপযোগী করে তোলা সম্ভব। সংস্কার না পরবর্তীতে অনেক বেশী টাকা ব্যয় হবে। উপজেলার যেসব সড়কে ইতিমধ্যে ছোটখাটো ভাঙ্গা (পটহোল, এজ, কেইলিউর) আছে সেই সড়কগ্রুলিতে দ্রুত গুরুত্ব দিয়ে মোবাইল মেইনটিনেন্স এর মধ্যেমে মেরামত করে চলাচল উপযোগী রাখা এবং অতিরিক্ত ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করতে চেষ্টা করছি। উপজেলা বাসী যাতে সড়কে চলাচলের জন্য সম্পর্ন সুফল ভোগ করতে পারে।