ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০ইউপিতে চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। প্রচার-প্রচারনা ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সরেজমিনে দেখা যায়, সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে ব্যাপক গণসংযোগ চালিয়ে সাথে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি প্রার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমানতালে চলছে প্রচার-প্রচারণা।ওয়ার্ডে ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে করছেন মতবিনিময় সভা। গ্রামের অলিগলিতে ব্যানার,পোস্টার ও লিফলেটের ছড়াছড়ি। মোটরসাইকেল শোডাউন ও নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম পুরো উপজেলা। নির্বাচনী আমেজ এখন পর্যন্ত প্রচারণায় এগিয়ে আছেন নৌকার প্রার্থীরা। তারা উন্নয়ন মানে নৌকা আর এই মার্কায় ভোট দিলে উন্নয়ন হবে।নৌকার প্রার্থীর নির্বাচনী সভা করে সরকারের ধারাবাহিক উন্নয়নের কথা তুলে ধরছেন ভোটারদের কাছে। আর ১০ ইউপিতে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে ভোটের মাঠে নৌকার জয় পেতে বিরামহীন প্রচারণায় রয়েছেন- ১নং তারাকান্দা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল জব্বারের পুত্র খাদিমুল আলম শিশির, ২নং বানিহালা ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সদস্য আলতাফ হোসেন খন্দকার,৩নং কাকনী ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান মশিউর রহমান রিপন, ৪নং গালাগাঁও ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান তালুকদার, ৫নং বালিখাঁ ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শামছুল আলম, ৬নং ঢাকুয়া ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান ইকরাম হোসেন তালুকদার,৭নং রামপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান বুলে, ৮নং কামারিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে এম আজহারুল ইসলাম সরকার, ৯নং কামারগাঁও ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম, ১০নং বিসকা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল । নির্বাচনে তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার (মাষ্টার) এর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের সমন্বয়ে উন্নয়নের প্রতিক নৌকাকে বিজয় করতে জনগণের ধারে ধারে ভোট প্রার্থনা করছেন।