সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন

পেশিশক্তি দেখানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা-জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল

গজারিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

গজারিয়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচ রণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। সভায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট কাজী নাহিদ রসুল প্রধান অতিথি হিসেবে তিনি তাঁর বক্তব্যে বলেন,কোনো প্রার্থী ও তাঁর সমর্থকেরা পেশিশক্তি প্রদর্শন করার চেষ্টা করলে, অবৈধভাবে ব্যালটে হাত দেওয়ার চেষ্টা করলে হাত ভেঙে দেওয়া হবে। নির্বাচনে সহিংসতা হলে কেন্দ্র স্থগিত ও প্রার্থিতা বাতিল করা হবে। অনিয়মের সঙ্গে জড়িত হলে রিটার্নিং, প্রিসাইডিং ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও আইনের আওতায় আনা হবে। বুধবার গজারিয়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইস লাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল মোমেন (পিপিএম), স্থানীয় সরকার এর উপ-পরিচালক মোহাম্মদ এনামুল আহসান, জেলা নির্বাচন অফিসার মোঃবশির আহম্মেদ, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইস উদ্দীন, গজারিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব, রিটানিং অফিসার জাকির হোসন প্রমুখ। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন তার সব ধরনের ব্যবস্থা করা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে পর্যাপ্ত পরিমাণ পুলিশ বিজিবি ও র?্যাব মোতায়েন থাকবে। নির্বাচনে অনিয়ম ঠেকাতে ও অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার ভোটের দিন সকালে পাঠানোর জন্য নির্বাচনে সংশ্লিষ্টদের আহ্বান করেন। উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন যেভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ করা হয় সেই ভাবে ইউপি নির্বাচনও শতভাগ নিরপেক্ষ করতে প্রশাসন বদ্ধ পরিকর।’ মতবিনিময় সভায় উপজেলার ৭টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা কারী সকল প্রার্থীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com