ফরিদপুরের সালথা উপজেলার বটদিয়া বাজার থেকে বিনোকদিয়া বাজার সংলগ্ন লক্ষনদিয়া কুমাররনদী পর্যন্ত ইটের রাস্তা পাকা করনের কাজে ঠিকাদার ভ্যাকু গাড়ী দিয়ে রাস্তা খুড়ে এবং অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে রাস্তার কাজ তড়িঘড়ি করে করছেন ঠিকাদার প্রতিষ্ঠান বন্যা মন্ডল।
কৃষি জমি নস্ট করে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে স্থানীয় ড্রেজার মেশিন মালিক বাবলু। ঠিকাদারের সাথে চুক্তি করে রাস্তায় বালুর চেয়ে বেশি পরিমান কাঁদা মাটি দেওয়ায় রাস্তার কাজে ব্যাপক অনিয়সসহ যান ও জনসাধারণের চলাচল ব্যহত হচ্ছে। সালথা উপজেলা প্রকৌশল বিভাগের নজরদারি নেই বল্লেই চলে।
ঠিকাদার তার মনগড়া কাজ চালিয় যাচ্ছে। সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তাসলিমা আক্তার জানান সরকারি রাস্তা নির্মানে বালু উত্তোলনের অনুমতি দেয়া আছে, স্যালো মেশিন বসিয়ে বালু উত্তোলন করার কথা বলতেই তিনি বিষটি পরে জানাবেন বলেও জানান। রক্ষকরা যেন ভক্ষকের ভূমিকা পালন করছেন বলে স্থানীয়রা জানান। জমি রক্ষার্থে অবৈধ ড্রেজার মেশিন অপসারণ করা সহ জেলা প্রশাসকের নিকট হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী।