বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন

মাতারবাড়ীতে টেকসই বেড়িবাঁধের দাবিতে সাগর তীরে মানববন্ধন

কাইছার হামিদ মহেশখালী :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

কক্সবাজারের উপকূলবর্তী অঞ্চল মহেশখালীর মাতারবাড়ীতে প্রায় আধা কিলোমিটার অরক্ষিত এলাকায় স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টার সময় উপজেলার নদী ও সাগর ঘেরা মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল জালিয়া পাড়া গ্রামের বেঁড়িবাধ এলাকায় সাইরার ডেইল ক্ষতিগ্রস্ত জালিয়া পাড়াবাসীর আয়োজনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাতারবাড়ী মৎস্য ব্যবসায়ীর সমিতির সভাপতি মোহাম্মদ মফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের পরিচালনায় বক্তব্য রাখেন- ¯’ানীয় সাবেক মেম্বার হামেদ হোছাইন খোকা, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক ফয়জুল কাদের ফয়েজু, স্থানীয় ক্ষতিগ্রস্ত মোঃ ইসমাইল, আব্দুল গফুর, বাদশাহ মিয়া, মোকতার আহমদ, আজগর বহদ্দার, নাছির বহাদ্দার(১), নাছির বহাদ্দর(২), ইলিয়াছ বহদ্দার, আমিন মাঝি, আমির হামজা, আবুল কাশেম, মোস্তক আহমদ, আব্দুর রহিম, সোনা মিয়া, নুর আহমদ বহাদ্দার, নুরুল আমিন মাঝি প্রমুুখ। এছাড়াও শত শত ক্ষতিগ্রস্ত পরিবারের নারী-পুরুষসহ বিভিন্ন পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন। এসময় বক্তারা বলেন, সাইরার ডেইলের দক্ষিণ-পশ্চিমে কয়লা বিদ্যুৎ প্রকল্পের পাথরের বেড়িঁবাধের পানির ধাক্কা ঘুরে ফিরে এসে সাইরার ডেইল জালিয়া পাড়া এসে লাগায় লোকালয়ে পানি প্রবেশ করছে। এছাড়া সাইরার ডেইল জালিয়া পাড়া এলাকায় বেড়িঁবাধ নির্মাণ না করায় প্রতিনিয়ত জোয়ারের পানি উঠানামার ফলে জোয়ারের পানিতে ঘরবাড়ি, রাস্তাঘাট এবং কয়েক হাজার একর ফসলি জমি প্রতি বর্ষা মৌসুমে প্লাবিত হয়ে তলিয়ে যায়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এছাড়া বিভিন্ন সময় পানি মন্ত্রণালয়ের সচিব ও পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) কর্মকর্তারা সাইরার ডেইল জালিয়া পাড়া অরক্ষিত এলাকা পরির্দশন করে গেলেও যুগযুগ ধরে সাগরের লোনা পানিতে এতদাঞ্চলের মানুষ ভাসছে। প্রতিবারই এমন পরিস্থিতিতে শুধু আশ্বাসের বাণী শোনালেও কাজের কাজ কিছুই হয়নি। এছাড়া বাংলাদেশ সরকারের মেগা প্রকল্প তাপ ভিত্তিক কয়লা বিদ্যুৎ, গভীর সমুদ্রবন্দরের জন্য আমরা নিঃস্বার্থই জমাজমা দিয়েছি শুধু স্বপ্নের সিঙ্গাপুরের বসবাসের আশায়। এমনকি আমাদের বাপ-দাদার সহায় সম্পত্তির উপর করা মেগা প্রকল্প দিয়ে সারা দেশ আলোকিত হবে এবং বিশ্বে দেশটি সুপরিচিত লাভ করবে। অথচ একটি বেঁড়িবাধের জন্য ঘর ছাড়া হতে হবে! অন্তত বর্ষা মৌসুম ঠেকাতে জিও ব্যাগ দিয়ে হলেও অনতিবিলম্বে অরক্ষিত এলাকায় দ্রুত বেড়িবাঁধ নির্মাণের জোরালো দাবি জানান ক্ষতিগ্রস্ত পরিবারসহ সচেতনমহল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com