শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

৫ বছর পর নতুন গানে শাহ্তাজ

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

পাঁচ বছর পর নতুন গান নিয়ে আসছেন মডেল, অভিনেত্রী ও গায়িকা শাহ্তাজ মুনিরা হাশেম। ২০১৬ সালে প্রকাশিত হয় এই গায়িকার প্রথম গান ‘উড়ে যাই’। যেটি দর্শকমহলে বেশ সাড়া পেয়েছিলো। এক গানই যেন বদলে যায় শাহ্তাজের ভুবন। সেই ধারাবাহিকতায় নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। গানের শিরোনাম ‘ছিলে তুমি ভুল’। এটি শাহ্তাজের প্রথম সলো গান। গানটি লিখেছেন ‘বন্ধু রে’ খ্যাত মুযা। সুর ও সংগীতায়োজনও তারই। ২৪ ডিসেম্বর কাইনেটিক নেটওয়ার্কে মুক্তি পেয়েছে গানের ভিডিওটি। গল্পভিত্তিক এ গান ভিডিওতে দেখা যাবে শাহ্তাজকেও। এটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। শাহ্তাজ মুনিরা হাশেম বাংলাদেশ জার্নালকে বলেন, এই গানটি পপ ঘরানার। আমার প্রথম সলো গান। এখনকার প্রজন্ম অর্থাৎ তরুণ-তরুণীরা বেশ পছন্দ করবে গানটি। বিশেষ করে তরুণীদের কাছে ভালো লাগবে। গানের ভিডিওতে একটা সুন্দর গল্প বলার চেষ্টা করেছি আমরা।
এক কথায়, ‘উইমেন এমপাওয়ারমেন্ট’ নিয়ে, তরুণী কিংবা নারীদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা নিয়েই এটি তৈরি হয়েছে। তরুণীদের আশেপাশে যারা থাকে কিংবা যেসব মেয়েরা টক্সিক রিলেশনশীপে থাকে তাদের অপজিট মানুষগুলো নিজেদের স্বাধীনতাগুলো চাপিয়ে দিতে চায়। এমন গল্প নিয়েই গানের ভিডিওটি নির্মিত হয়েছে। এরমধ্যে গানের ভিডিওর টিজারও উন্মোচিত হয়েছে।
‘উড়ে যাই’ খ্যাত এই গায়িকা আরও বলেন, ৫ বছর পর আমার নতুন গান আসছে। প্রথম গানটি থেকে অনেক ভালো সাড়া পেয়েছিলাম। যেহেতু আমার গান নিয়েই সব পরিকল্পনা তাই পরপর কিছু গান প্রকাশ করতে চেয়েছিলাম। কিন্তু এরপর যেসব গানের প্রস্তাব পেয়েছি সেগুলো আমার মন মত হয়নি। এমন অনেক অফার এসেছে যেগুলোর গানের কথাই আমার পছন্দ হয়নি। যার কারণে এতটা সময়ে লেগেছে নতুন গান নিয়ে আসতে। নাটকের চেয়ে বিজ্ঞাপনেই বেশি দেখা যায় তাকে। বিজ্ঞাপন ছাড়া একটি সিনেমাতেও অভিনয় করেছেন শাহ্তাজ। বাংলাদেশের প্রথম অমনিবাস (অ্যান্থলজি) চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’ সিনেমাতে দেখা গিয়েছিলো তাকে। এরপর বেশ কিছু প্রস্তাব আসলে তিনি তা ফিরিয়ে দেন। কমার্শিয়াল সিনেমায় কাজ করতে চান না তিনি। আলপেনলিবে জাস্ট জেলি, বাংলালিংক, চকোবাইট-এর বিজ্ঞাপনে বেশ জনপ্রিয়তা পান তিনি। এছাড়াও তার দর্শকপ্রিয় নাটকের মধ্যে রয়েছে আল্পনা কাজল, চিনিগুঁড়া প্রেম, আনলিমিটেড মাস্তি, ফটোগ্রাফ, শোজ অব পোয়েট্রি, কমপ্লিকেটেড ইত্যাদি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com