আগামী ২১ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। মূল টুর্নামেন্টকে সামনে রেখে সোমবার ড্রাফটের মাধ্যমে দল গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ড্রাফটে বর্তমানে খেলা জাতীয় দলের ক্রিকেটাররা ও অনিয়মিত খেলা মাশরাফী বিন মোর্ত্তজা থেকে অনেকেই দল পেয়েছেন। তবে উপেক্ষিত থেকেছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ হাসান, নাসির হোসেনদের মতো ক্রিকেটাররা। জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে কে কত টাকা পেল সেটা এক নজরে দেখে নেয়া যাক। ‘এ’ ক্যাটাগরি (৭০ লাখ টাকা): মাহমুদউল্লাহ (ঢাকা),তামিম ইকবাল (ঢাকা),মাশরাফী বিন মোর্ত্তজা (ঢাকা),মুশফিকুর রহিম (খুলনা টাইগার্স),সাকিব আল হাসান (ফরচুন বরিশাল),মুস্তাফিজুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ানস),তাসকিন আহমেদ (সিলেট সানরাইজার্স) ।
‘বি’ ক্যাটাগরি: (৩৫ লাখ টাকা),নাসুম আহমেদ (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স),লিটন দাস (কুমিল্লা ভিক্টোরিয়ানস)।,সৌম্য সরকার (খুলনা টাইগার্স)। রুবেল হোসেন (ঢাকা),শরীফুল ইসলাম (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স),মেহেদী হাসান (খুলনা টাইগার্স), মেহেদী হাসান মিরাজ (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স),মুমিনুল হক (কুমিল্লা ভিক্টোরিয়ানস)। মোহাম্মদ মিঠুন (সিলেট সানরাইজার্স)। আফিফ হোসেন (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)। মোহাম্মদ নাঈম (ঢাকা)। নুরুল হাসান (ফরচুন বরিশাল), নাজমুল হোসেন (ফরচুন বরিশাল),মোসাদ্দেক হোসেন (সিলেট সানরাইজার্স)
সি ক্যাটাগরি (২৫ লাখ টাকা): শামীম হোসেন (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স), মাহমুদুল হাসান (কুমিল্লা ভিক্টোরিয়ানস),ইয়াসির আলী (খুলনা টাইগার্স),নাঈম হাসান (ফরচুন বরিশাল),তাইজুল ইসলাম (ফরচুন বরিশাল) শহিদুল ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ানস)। ডি ক্যাটাগরি (১৮ লাখ টাকা): খালেদ আহমেদ (খুলনা টাইগার্স),ইবাদত হোসেন (ঢাকা)।