বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এই সরকারের কাছে আর কোনো আবেদন নিবেদন নয়, একমাত্র আন্দোলন করেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে। গতকাল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) কিশোরগঞ্জে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে চিকিৎসার দাবিতে ডাকা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বর্তমান সরকারকে ‘নিশি রাতের’ সরকার উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, অবৈধভাবে ক্ষমতায় আসা এই সরকার যেকোনো অন্যায় কাজ করে ফেলতে পারে। আপনারা জানেন জেনারেল আজিজের ভাই মৃত্যুদ-প্রাপ্ত জোসেফ ও হারিসকে ৪০১ ধারার ক্ষমতাবলে এই সরকার রাতের অন্ধকারে মুক্তি দিয়ে বিদেশে পাঠিয়ে দিলেও মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযোদ্ধার স্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করতে দেয়া হচ্ছে না, শুধুমাত্র হত্যা করার উদ্দেশ্যে। আমরা সব বুঝে গেছি। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই আর কোনো দাবি নয়, আবেদন-নিবেদন নয়, আন্দোলন করেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে। আন্দোলনের মাধ্যমে এই সরকারে পতন ঘটিয়ে, নতুন সুর্য, নতুন সকাল দেখবো ইনশাআল্লাহ।’ শহরের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত এ সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য ও ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মো: শরীফুল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট ফজলুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মো: ওয়ারেছ আলী মামুন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। সমাবেশে বক্তব্য দেন কিশোরগঞ্জ-২ কটিয়াদী আসনের বিএনপির সাবেক এমপি আখতারুজ্জামান রঞ্জন, জেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নু, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদব হাজী ইসরাইল মিয়া প্রমুখ। এর আগে সকাল থেকে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে বিএনপি, কৃষক দল, যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির ব্যানার, ফেস্টুন হাতে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। দুপুর দুইটার আগেই মাঠ পূর্ণ হয়ে যায়।