সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন

২০২১ সালে ডেঙ্গু আক্রান্ত ২৮ হাজার ৪২৯, মৃত্যু ১০৫

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

বিগত বছর (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৪২৯ জন। তার মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন। এছাড়া এক বছরে ডেঙ্গুতে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চারজন হাসপাতালে ভর্তি হন। তাদের সবাই রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি সক্রিয় ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ জন। রোগীদের মধ্যে রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালে ৩১ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৮ জন চিকিৎসাধীন।
গতকাল শুক্রবার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মাসওয়ারি হিসাবে দেখা যায়, জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, নভেম্বরে ৩ হাজার ৫৬৭ জন ও ডিসেম্বরে ১ হাজার ২০৭ জন হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া মারা যাওয়া ১০৫ জনের মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন, নভেম্বরে সাতজন ও ডিসেম্বরে সাতজনের মৃত্যু হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com