সোমবার, ০৬ মে ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
চাঁদপুর সেচ প্রকল্প বাঁধের মাটি ইটভাটায় ব্যবহারের অভিযোগ বরিশালে ৮ ঘন্টা বন্ধ থাকার পর অভ্যন্তরীন ও দুরপাল্লার বাস চলাচল শুরু : অতিরিক্ত পুলিশ মোতায়েন আপনাদের সহায়তায় সুস্থ জীবন চাই শ্রীমঙ্গলে সদ্যপ্রতিষ্ঠিত নূরে মদিনা মাদরাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা ও লেখাপড়ার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা ফুলপুরে চেয়ারম্যান প্রার্থী হাবিবের মিছিল সুলতান সালাউদ্দিন টুকুর নিঃশর্ত মুক্তির দাবীতে ফরিদপুরে যুবদলের বিক্ষোভ মিছিল বাবা ছিলেন বাসচালক মা দরজি, ছেলে লন্ডনের মেয়র ওবায়দুল কাদেরের ভাই শাহাদাতের মনোনয়ন বাতিল হাওরের প্রায় শতভাগ ধান কাটা শেষ অপারেশনের নামে ‘টর্চার সেলে’ পৈশাচিক আনন্দ পেতো মিল্টন: হারুন

ফুটওভার ব্রিজের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফুটওভার ব্রিজের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে কিছু সময় সড়ক অবরোধ করে তারা। গতকাল রোববার বালা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে এ মানববন্ধন ও সড়ক অবরোধ করে কয়েক শতাধিক শিক্ষার্থী। এ সময় তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে স্থানীয়রা ওই অবরোধে অংশ নেন।
কর্মসূচিতে মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজ, মৌচাক আইডিয়াল, শাহজাহান আলী স্কুল অ্যান্ড কলেজ, কোনাবাড়ি ডিগ্রি কলেজসহ আশপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ এলাকাবাসী অংশগ্রহণ করে।
মানববন্ধনকারী শিক্ষার্থীরা বলেন, ফুটওভার ব্রিজ না থাকায় প্রতিমাসেই এখানে ঘটছে দুর্ঘটনা। মহাসড়কের দুই পাশেই রয়েছে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান। এখানে প্রতিদিন ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা স্কুলে যায়। শিক্ষার্থীরা মহাসড়ক পার হতে গিয়ে মাঝেমধ্যে শিকার হয় দুর্ঘটনায়। ফুটওভার ব্রিজের জন্য সড়ক ও জনপদ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী বরাবর বেশ কয়েকবার স্মারকলিপি দেয়া হয়েছে। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। দুর্ঘটনা এড়াতে ও ছাত্র-ছাত্রীদের নিরাপদ চলাচলের ফুটওভার ব্রিজ অবশ্যই প্রয়োজন। এ জন্য দ্রুত সময়ের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান শিক্ষার্থীরা। সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ফুটওভার ব্রিজের দাবিতে শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় মানববন্ধন করে। পরে মহাসড়কে অবস্থান নিলে হাইওয়ে পুলিশ, প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেয়া হয়। এতে কিছু সময় যানবাহন চলাচলে বিঘœ ঘটে। তবে এখন যানচলাচল স্বাভাবিক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com