শেরপুরের নকলায় “পাঠাকাটা অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন” নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের আত্ম প্রকাশ করা হয়েছে। তাছাড়া ওই সংগঠনের উদ্যোগে দুই শতাধিক দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৪ জানুয়ারি) সংগঠনটির উদ্যোগে উপজেলার পাঠাকাটা বাজারে আত্ম প্রকাশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি ইয়াসিন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রাজিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত আত্ম প্রকাশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান ও পাঠাকাটা ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম সরকার প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মো. হাবিবুর রহমান ও আবুল কালামসহ অন্যান্য উপদেষ্টা, সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মুস্তাসিম বিল্লাহ সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগন, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন ও অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ আল-আমিনসহ অন্যান্য সাংবাদিক, অরুণ উদয় সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো. ফিরোজ আহম্মদসহ অন্যান্য স্বেচ্ছাসেবকগন, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দুই শতাধিক অসহায় দরিদ্র শীতার্ত নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এ সংগঠনের সভাপতি ইয়াসিন মিয়া ও সাধারণ সম্পাদক মো. রাজিব হাসান জানান, পাঠাকাটা অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতিবছর শীতার্ত ও দরিদ্রদের পাশে দাঁড়াতে এমন অনুষ্ঠানের আয়োজন করা হবে।