বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ

নকলায় স্বেচ্ছাসেবী সংগঠনের আত্ম প্রকাশ, দুই শতাধিক কম্বল বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

শেরপুরের নকলায় “পাঠাকাটা অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন” নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের আত্ম প্রকাশ করা হয়েছে। তাছাড়া ওই সংগঠনের উদ্যোগে দুই শতাধিক দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৪ জানুয়ারি) সংগঠনটির উদ্যোগে উপজেলার পাঠাকাটা বাজারে আত্ম প্রকাশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি ইয়াসিন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রাজিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত আত্ম প্রকাশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান ও পাঠাকাটা ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম সরকার প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মো. হাবিবুর রহমান ও আবুল কালামসহ অন্যান্য উপদেষ্টা, সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মুস্তাসিম বিল্লাহ সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগন, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন ও অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ আল-আমিনসহ অন্যান্য সাংবাদিক, অরুণ উদয় সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো. ফিরোজ আহম্মদসহ অন্যান্য স্বেচ্ছাসেবকগন, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দুই শতাধিক অসহায় দরিদ্র শীতার্ত নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এ সংগঠনের সভাপতি ইয়াসিন মিয়া ও সাধারণ সম্পাদক মো. রাজিব হাসান জানান, পাঠাকাটা অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতিবছর শীতার্ত ও দরিদ্রদের পাশে দাঁড়াতে এমন অনুষ্ঠানের আয়োজন করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com