ছাত্রলীগের গৌরবময় ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা বর্ণাঢ্য আয়োজনের মধ্যে পালিত হচ্ছে। আগৈলঝাড়া সরকারি আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ মাঠে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইস সেরনিয়াবাত, এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ লিটন সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক প্রমূখ। এরপরে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান ও আবদুর রব সেরনিয়াবাত এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তার আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ছাত্রলীগের গৌরবময় ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা সরকারি আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠ হতে শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক মহাসড়ক প্রদক্ষিণ শেষে আবার কলেজ মাঠের শেষ হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ লিটন সেরনিয়াবাত, সুনীল কুমার বাড়ৈ মিন্টু সেরনিয়াবাত, জাকির হোসেন পাইক। আলোচনা সভা ও শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু তালুকদার, বাকাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিপুল দাস, রাজিহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাগধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, রতœপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দারিয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম নবী, ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক শাহজাদা, ছাত্রলীগ কলেজ শাখা সভাপতি বরুন কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক সৌরভ মোল্লা, যুগ্মসাধারণ সম্পাদক রাহাত হোসেন ফকির। এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন স্থানের নেতাকর্মী যুবলীগের নেতা কর্মী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী ও আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এরপর সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক এর আয়োজন করা হয়েছে ব্যান্ডদল লালন সহ বিভিন্ন সংগীতশিল্পী সঙ্গীত পরিবেশন করেন।