বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::

বরিশালে ফের লঞ্চের ইঞ্জিনে আগুন স্টাফদের হামলায় আহত সাংবাদিক ও যাত্রীরা

বরিশাল ব্যুরো :
  • আপডেট সময় রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

ঢাকা থেকে বরিশালে ছেড়ে আসা সুরভী-৯ লঞ্চ চাঁদপুর পৌঁছলে ইঞ্জিনের এ্যাডজাস্ট পাইপ ও সাইলান্সারে আগুন দেখে ত্রিপল নাইনে কল করা যাত্রীদের চিহ্নিত করে বরিশাল ঘাটে পৌঁছার পর লঞ্চের স্টাফরা মারধর করে। এসময় ভিডিও চিত্র ধারণ করতে গেলে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন এবং চ্যানেল টুয়েন্টি ফোরের ক্যামেরাম্যানদের পিটিয়ে আহত করা হয়। ওই লঞ্চে থাকা যাত্রীরা বলে, ঢাকা থেকে লঞ্চ ছেড়ে মুন্সিগঞ্জ পাড় হয় তখন রাত দশটা হবে। ওসময় লঞ্চের ইঞ্জিনরুমে আগুন দেখে ত্রিপল নাইনে কল দেন কেউবা ভিডিও ধারণ করে। এতে করে বরিশাল ঘাটে সকাল সাড়ে ১০টায় সুরভী -৯ লঞ্চটি পৌঁছার পর ভিডিও করা এবং কল করা যাত্রীদের উপর হামলা করে। এসময় টেলিভিশনের দুই ক্যামেরাম্যানকেও পিটিয়ে আহত করে লঞ্চ স্টাফরা। তবে লঞ্চের ইঞ্জিন রুমে দায়িত্বরত গ্রিজারম্যান আনিচুর রহমান জানায়, লঞ্চ পানি দিয়ে পরিস্কার করার সময় কিছুটা পানি এ্যাডযাস্ট পাইপে জমেছিল। ইঞ্জিন গরম হয়ে ওখানে একটু ধোয়ার সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে তারা লঞ্চ চালিয়ে নির্বিঘেœ বরিশাল ঘাটে পৌঁছে। এনিয়ে নদী বন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, তারা যাত্রীদের মারধরের বিষয়টি নিয়ে তদন্ত প্রতিবেদন তৈরী করছেন আর ইঞ্জিন ক্রটির বিষয়টি তাদের টিম রয়েছে তারা দেখভাল করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com