শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

মমতা ব্যানার্জিকে শেখ হাসিনার ফোন

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২২ মে, ২০২০

অতিপ্রবল ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে গেছে। তবে এই ঝড়ের ছোবলে লন্ডভন্ড হয়ে গেছে বাংলাদেশের উপকূল। একইসঙ্গে তছনছ হয়ে গেছে পশ্চিবঙ্গের বেশ কয়েকটি শহর।

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষয়ক্ষতির ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে টেলিফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোনালাপে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষয়ক্ষতির ব্যাপারে খোঁজখবর নেয়ার পাশাপাশি সহমর্মিতাও জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই তথ্য জানান।

বঙ্গোপসাগর থেকে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় পশ্চিমবঙ্গের সুন্দরবনসহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার বিশাল এলাকা। এসব এলাকার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার বেগে বয়ে যায় ঝড়। ঝড়ে বহু বাড়ি, গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে যায়।

আম্পানে ভারতে পশ্চিমবঙ্গে ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। ঘূর্ণিঝড়ে রাজ্যটির সাতটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে আম্পান বাংলাদেশের বিভিন্ন জেলায়ও ব্যাপক তাণ্ডব চালিয়েছে। এই ঝড়ে দেশের আট জেলায় অন্তত ২২ জনের মৃত্যুর খবর দিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com